দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরই আমরা দেখে আসছি সুন্দরী প্রতিযোগিতা। কিন্তু এবার একটু ব্যতিক্রমি প্রতিযোগিতার খবর পাওয়া গেছে। কিন্তু আসলেও কী তাই? এটি কী সুন্দরী ছাগল প্রতিযোগিতা?
আসলে ব্যাপারটা একটু আজবই, ব্যাপারটি এমন আর তা হলো সেরা ছাগলদের নিয়েই সুন্দরীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। তাই এটিকে সুন্দরী ছাগল প্রতিযোগিতা বলা হয়। তবে এটি যে একটি ব্যতিক্রমি সেটি নিশ্চয়ই শিকার করবেন সবাই।
এবারের ঘটনাটি লিথুয়ানিয়ার। সেখানকার এক গ্রামে সম্প্রতি অভিনব ওই সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে গেছে। বাহারি সাজে হাজির হয়েছিলেন সুন্দরীরা। তবে এই সুন্দরীদের সঙ্গে দুটো করে সিংও ছিল! অর্থাৎ সুন্দর একটি ছাগলও তাদেরকে সঙ্গে করে আনতে হয়েছে। সেই অর্থে এটি ছাগলদের বিউটি কনটেস্ট।
কারো সাদা, কারো কালো রং। আবার তাদের সাজেও কোনো কমতি ছিলো না। আবার কারও মাথায় বাহারি টুপি। কেওবা গায়ে দিয়েছে রীতিমতো ডিজাইন করা পোশাক। ব্যান্ড-বাজনা নিয়ে হাজির উৎসাহী দর্শকদেরও যেনো উৎসাহের কমনি ছিল না। মনের মতো করে পোষ্য ছাগলকে সাজিয়ে হাজির মালিক নিজেও। মধ্যযুগ থেকে এই অঞ্চলে ছাগলের এক ঐতিহ্য-কদর রযেছে। তাইতো গ্রামের ৬৪৫ বছরের জন্মদিনে আয়োজন করা হয় এই সুন্দরী প্রতিযোগিতার।
এ বছর সেরা ছাগল সুন্দরী নির্বাচিত হয়েছেন ছাগল মার্সে। তবে সেরার মুকুট পরতে তার আপত্তি থাকার কারণে ক্রাউন নিলেন মার্সের মালকিন। আর এভাবেই শেষ হলো এ বছরের সুন্দরী-ছাগল প্রতিযোগিতা। তথ্যসূত্র: www.mirror.co.uk
This post was last modified on জুন ২২, ২০২১ 3:55 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা তার বাড়ি বিক্রির বিজ্ঞাপনে লিখেছেন-“ফ্লোটিং…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২২ অগ্রাহায়ণ ১৪৩২…