The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দুই ফিলিস্তিনি এক ইসরাইলী নারী পুলিশকে রক্ষা করলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই ফিলিস্তিনি ইসরাইলী এক নারী পুলিশকে রক্ষা করলেন। রাব্বাইস ফর হিউম্যান রাইটসের ফিলিস্তিনি মাঠকর্মী জাকারিয়া সাদাহ্‌ ও তার সহকর্মী ওই নারী পুলিশকে রক্ষা করেন।

Israeli woman saved the police

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ক্রুদ্ধ অবৈধ বসতি স্থাপনকারীরা ইট-পাটকেল ছুঁড়তে শুরু করলে আতঙ্কিত ইসরাইলী নারী পুলিশ কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে আসেন রাব্বাইস ফর হিউম্যান রাইটসের ফিলিস্তিনির দুই মাঠকর্মী জাকারিয়া সাদাহ্‌ ও তার সহকর্মী। এই ছবিটি সামাজিক মিডিয়ার ওয়েবসাইটে গত সপ্তাহে প্রকাশিত হয়।

জানা যায়, পশ্চিম তীরের ইশকোদেশ এলাকায় ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীদের সাথে ফিলিস্তিনি কৃষকদের সংঘর্ষ শুরু হয়। ওই নারী পুলিশ অবৈধ বসতি স্থাপনকারীদের প্রতিহিংসার শিকার হন। এ সময় ইট-পাটকেল মারতে থাকে ওই নারী পুলিশকে লক্ষ্য করে। এই ছবিটি তোলেন ইসরাইলি আলোকচিত্রী শাওল গোলান।

উল্লেখ্য, জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দফতরের মতে, ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারী যখন-তখন ফিলিস্তিনি নিরীহ গ্রামবাসীদের ওপর হামলা চালায়। ফিলিস্তিনি কৃষকদের তাদের জমিতে যাওয়াতেও বাধা দেওয়া হয়।

Loading...