The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্রেকিং নিউজ: জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

Four Bangladeshi student died in a road accident in Jeddah

সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল অধ্যক্ষ রফিকুল ইসলাম ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ওই চার শিক্ষার্থী জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা মাধ্যমের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতরা হলেন- একরামুল হক অনিক, ঢাকা। মো: ফয়সাল, বরিশাল, মো: সৈকত,টাঙ্গাইল এবং মো: মারজুক তার বাড়ি চট্রগ্রাম জেলায়। আহতদের স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো- তারেফ, জহির, শাহাদাত, আয়াজ, আব্দুল কাদির, শাহ আলম এবং অজ্ঞাত পরিচয় আরেকজন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...