The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শিশুর প্রতি কুকুরের সহমর্মিতার এক হৃদয়স্পর্ষি দৃশ্য [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ পশুদের প্রতি সহমর্মিতা দেখায়- এটি আমাদের জানা। কিন্তু একটি পশু মানব শিশুকে কিভাবে সহমর্মিতা প্রকাশ করে ভিডিওটি না দেখলে হয়তো আপনিও বিশ্বাস করবেন না।

scene of canine empathy towards children

মানুষের প্রতি মানুষের এবং পশুদের প্রতিও মানুষের এক ধরনের সহমর্মিতা আমর দেখি। সেটি গৃহপালিত পশুই হোক আর বনের হিংস্র জন্তুই হোক। তবে এবার একটি ভিডিওতে দেখা গেলো একটি শিশুর প্রতি একটি কুকুর কিভাবে তার সহমর্মিতা প্রকাশ করছে।

ওই ভিডিওতে দেখা যায়, শিশুটি বসে আছে আর কুকুরটি তাকে বার বার আদর করার চেষ্টা করছে। যদিও শিশুটি তার আদর বা সহমর্মিতার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে যে কেও এটি দেখলে মানব শিশুর প্রতি পশুর এই সহমর্মিতায় মুগ্ধ হবেন।

দেখুন সেই ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...