The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাংলাদেশে বেড়ানোর সৌন্দর্যপূর্ণ বিস্ময়কর ১০টি স্থান সম্পর্কে জানুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে বেড়ানোর বিকল্প নেই। কিন্তু কোথায় যাবেন তা নির্ধারণ করতে পারছেন না। বাংলাদেশে বেড়ানোর সৌন্দর্যপূর্ণ বিস্ময়কর ১০টি স্থান সম্পর্কে আজকের প্রতিবেদন।

001

এক ঘেয়েমি হতে মু্ক্তি পেতে সত্যিই বেড়াতে যাওয়ার কোনো বিকল্প থাকতে পারে না। কিন্তু কোথায় যাবেন? সে বিষয়টি আপনি হয়তো নির্ধারণ করতে পারছেন না। তাই আজকের এই প্রতিবেদনটি হয়তো আপনার উপকারে আসবে। কারণ ১০টি সৌন্দর্যপূর্ণ স্থানে ছবি দেখে আপনি নির্ধারণ করুন কোথায় আপনি স্বপরিবারে বেড়াতে যেতে পারেন। আসুন সেই স্থানগুলোর ছবি দেখে নেওয়া যাক।

বান্দরবানের নীলগিরি রিসোর্ট

07

বান্দরবানের সাঙ্গু নদী

09

বান্দরবানের কেওক্রাডং

06

বান্দরবানের বগা লেক

05

বান্দরবানের জাদিপাই পাড়া

04

সিলেটের চা বাগান

02

পাহাড়পুর বৌদ্ধবিহার

03

রাঙ্গামাটির ঝুলন্ত ব্রীজ

01

রাঙ্গামাটির কাপ্তাই লেক

08

কক্সবাজার

10

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...