The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এক মহা প্রাকৃতিক সৌন্দর্য সিলেটের বড়হিল ঝরনা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ, ৩০ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ১ মহররম ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

great natural beauty of barhil shower

যে দৃশ্যটি দেখছেন সেটি সিলেটের বড়হিল ঝরনা। সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়ন-এর পানতুমাই গ্রামে ফেরেড নামক স্থানে অবস্থিত এই বড়হিল ঝরনা। ভারত ও বাংলাদেশের সীমান্তের নিভৃত কোলঘেষে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই অতিসুন্দর গ্রামটি।

এটিকে অনেকেই ‘ফেরেডের ঝরনা’ বলে। খাসিয়া সরদারের মালিকানাধীন মেঘালয়ের এই স্থানটিকেই বলা হয় ফেরেড। বড়ই চমৎকার এখানকার প্রাকৃতিক দৃশ্য। মন মাতানো এক দৃশ্য বিদ্যমান এই স্থানটিতে। পাহাড়ের মাঝ খানে এমন সুন্দর ঝরনা সত্যিই চমৎকার। এমন একটি ছবির জন্য আলোকচিত্রীকে ধন্যবাদ।

ছবি: www.kalerkantho.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...