দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আনন্দ বাজার পত্রিকা বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে কোনো সংবাদ পেলে সেটি রং-চং মিশিয়ে প্রকাশ করে থাকে। এবারও তাই ঘটলো। আনন্দ বাজার এবার জয়াকে সানি লিওনের সঙ্গে তুলনা করেছে!
জয়াকে সানি লিওনের সঙ্গে তুলনা করে আনন্দ বাজার পত্রিকা শিরোনাম করেছে ‘বাংলাদেশের সানি লিওন! দেশ ছাড়ার হুমকি জয়া আহসানের।’ ‘রাজকাহিনী’ ছবির একটি দৃশ্যে জয়ার সাহসী অভিনয় নিয়ে বাংলাদেশে সমালোচনা হলে বিষয়টি নিয়ে অতিরঞ্জিত করে সংবাদ পরিবেশন করলো আনন্দবাজার পত্রিকা।
বিশ্লেষকরা বলেছেন, জয়া আহসানের বিতর্কিত দৃশ্যটি নিয়ে সমালোচনা হলেও তাকে কেও সানি লিওনের সঙ্গে তুলনা করেননি। আবার জয়াকে দেশ ছাড়ার মতো হুমকিও কেও দেয়নি। অথচ আনন্দবাজার পত্রিকা বলেছে, ‘ফতোয়া জারি হলো বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া এহসানের বিরুদ্ধে। সূত্রে খবরের বরাত দিয়ে আনন্দ বাজার আরও বলেছে, জয়া বাংলাদেশের সানি লিওন এই অভিযোগে তাকে অভিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। আবার দেওয়া হয়েছে খুনের হুমকিও।’
ভারতের পত্রিকা আনন্দ বাজারের এমন সংবাদে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় শুরু হয়েছে। ফেসবুকে নাট্যনির্মাতা সিমিত রায় অন্তর মন্তব্য করেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রথম সারির পত্রিকা ‘আনন্দবাজার’ খবর করেছে, ‘বাংলাদেশের সানি লিওন জয়া, দেশ ছাড়ার হুমকি’! আদতে এই ধরনের কোনো কিছুই ঘটেনি। হ্যাঁ, জয়ার একটি দৃশ্য নিয়ে সমালোচনা হচ্ছে, এটা সত্যি। তাই বলে কেও তাকে বাংলার সানি লিওন বলেনি এমনকি কোনো হুমকিও দেয়নি। তাহলে আনন্দবাজারের মতো একটি পত্রিকা কেনো মিথ্যাচার করছে? এটা জয়াকে তথা বাংলাদেশকেও অপমান করার সামিল। আনন্দ বাজার পত্রিকার ওই খবরে এবার -ওপার দুই বাংলায় প্রচণ্ড সমালোচনা শুরু হয়েছে। এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
This post was last modified on নভেম্বর ৮, ২০১৫ 7:12 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…