দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি পানিতে মোবাইল পড়ে গেলে সেটি অচল হয়ে পড়ে। তবে পানিতে পড়ে গেলে সেই ভেজা মোবাইলও রক্ষা করা সম্ভব। তাহলে কীভাবে সেটি করবেন জেনে নিন।
আপনার শখের মোবাইল ফোন হঠাৎ করে পানিতে পড়ে যেতে পারে। আর পানিতে পড়লেই কি সেই মোবাইল বাতিল হয়ে যাবে? না এখন থেকে যদি এমন ঘটনা কখনও ঘটে তাহলে আপনি কীভাবে সেই ভেজা মোবাইল রক্ষা করবেন জেনে নিন।
সাধারণ কিছু উপায়ে মোবাইল রক্ষা করা সম্ভব। এক ধরনের মোবাইল কভার পাওয়া যায়। এগুলো ব্যবহার করলে মোবাইলে পানি ঢোকার সম্ভাবনা কম থাকে। মোবাইল ভিজে গেলে সবার আগে যে কাজটি করবেন তা হচ্ছে, ফোন হতে ব্যাটারি খুলে ফেলুন। এটি করলে ফোনে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে না। ব্যাটারির সঙ্গে সিম কার্ডটিও বের করে ফেলুন। কারণ হলো ভিজে গেলে সিম কার্ডও নষ্ট হতে পারে।
# দ্রুত শুকানোর ব্যবস্থা করুন
# ফোনের বাইরে লেগে থাকা পানি মুছতে ব্যবহার করুন পেপার টাওয়েল বা শুকনা কাপড়।
# ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যেও মোবাইল শুকাতে পারেন। তবে ভ্যাকুয়াম ক্লিনারের বাতাসের সঠিক মাত্রা ঠিক করে নিতে হবে।
মোবাইল হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে পারবেন মোবাইল। সেক্ষেত্রে ব্যাটারিটি খোলা অবস্থায় একটু উঁচু স্থান হতে হেয়ার ড্রায়ার ধরে ফোন শুকানোর চেষ্টা করতে হবে।
# শুকানোর পর ফোন সঙ্গে সঙ্গে চালু করবেন না।
# পরদিন সার্ভিস সেন্টারে নিয়ে ফোনের অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
# ভালোভাবে শুকানোর জন্য ফোনের বাইরের কেসিং, কভার ইত্যাদি অবশ্যই খুলে রাখতে হবে।
# ওভেন, মাইক্রোওভেন বা সূর্যের তাপে মোবাইল ফোন শুকানোর চেষ্টা করবেন না। এতে সেট ক্ষতিগ্রস্ত হতে পারে, অনেক ক্ষেত্রে ফোন সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
# ভিজে যাওয়া মোবাইল হতে পানি ঝরাতে অনেকেই ফোন জোরে ঝাঁকি দেন। এমনটিও করা উচিত নয়।
# ভেজা মোবাইল রাখতে পারেন চালের মধ্যে কিংবা চালের বস্তা অথবা পাত্রের মধ্যে কয়েকদিনের জন্য ফেলে রাখুন।
# এ সময় ফোন চালু করবেন না কিংবা কোনো অবস্থাতেই ব্যাটারি লাগাবেন না। এর কারণ হলো ভেজা জিনিসের পানি শুষে নেওয়ার ক্ষমতা রাখে চাল।
This post was last modified on জানুয়ারী ২০, ২০২৩ 9:18 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…