দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অপু বিশ্বাসের নতুন ছবি ‘পাঙ্কু জামাই’ আসছে নতুন বছরে দর্শকদের চমক দিতে! ‘পাঙ্কু জামাই’ নামে নতুন এই ছবিটির কাজ করতে যাচ্ছেন বলে তথ্য দিয়েছেন অপু বিশ্বাস।
আব্দুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ছবিটিতে অপু বিশ্বাস অভিনয় করছেন। পূর্বে রিয়াজ ও শাবনূরকে নিয়ে ‘মন বসে না পড়ার টেবিলে’ ছবিটি নির্মাণ করেন আব্দুল মান্নান।
সংবাদ মাধ্যমকে অপু বিশ্বাস বলেচেন, গত সপ্তাহে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০১৬ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি হতে এই ছবির কাজ শুরু হওয়ার কথা।
অপু বিশ্বাস বলেছেন, ‘আব্দুল মান্নান এর আগে অনেক ভালো ভালো কাজ করেছেন। তাঁর নির্মিত কমেডি ধাঁচের ছবিগুলো অনেক প্রশংসিত।’ অপু বলেন, ‘নতুন বছরে একটা ভালো কাজ দিয়ে যাত্রা শুরু হচ্ছে। পুরো বছরটা যেবো এভাবেই যায়।’ নতুন বছরের শুরুতে একজন ভালো নির্মাতার সঙ্গে কাজের সুযোগে অপু বিশ্বাস খুব খুশি।
রোমান্টিক কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘পাঙ্কু জামাই’। মফস্বল শহরের এক ছেলে এবং শহরতলির তালুকদার বাড়ির এক মেয়ের প্রেমের কাহিনী উঠে এসেছে এই ছবিটিতে।