The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অপু বিশ্বাসের সঙ্গে রোমান্টিক ভূমিকায় এটিএম শামসুজ্জামান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বড় পর্দায় ঢাকার সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে এবার রোমান্টিক ভূমিকায় অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান।

APU is role of in Romans ATM Shamsuzzaman

এটিএম শামসুজ্জামানের সঙ্গে ঢাকার সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে একসঙ্গে নাচতে-গাইতেও দেখা যাবে। এই জনপ্রিয় প্রবীণ অভিনেতাকে অপুর প্রেমে পাগল হয়ে নানা রকম মজার মজার কান্ড করে বেড়াতেও দেখা যাবে।

আবদুল মান্নানের ‘পাংকু জামাই’ ছবিতেই এমন একটি চরিত্রে হাজির হবেন অপু বিশ্বাস ও এটিএম শামসুজ্জামান। তবে অপু বিশ্বাসের মূল নায়ক হিসেবে অবশ্য থাকছেন নায়ক শাকিব খান।

‘পাংকু জামাই’ ছবির গল্পে দেখা যাবে- এ টি এম শামসুজ্জামান অপুকে খুব ভালোবাসেন। তাকে নিয়ে দিনে-রাতে সব সময় রোমান্টিক স্বপ্ন দেখেন। কল্পনায় বার বার অপুকে নিয়ে ভালোবাসার গানে মেতে ওঠেন তিনি। সবমিলিয়ে বিষয়টি হবে মজার একটি বিষয়। বড় পর্দার দর্শকরা এই অসম প্রেমিক জুটির পর্দার কর্মকান্ড খুব উপভোগ করবেন।

সম্প্রতি শুরু হয়েছে এফডিসিতে ছবির দৃশ্যায়ন এর কাজ। রোমান্টিক, কমেডি ধারার এই ছবিটিতে আরও অভিনয় করবেন পুষ্পিতা পপি, মিশা সওদাগর প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...