দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সন্তান হওয়ার পর থেকে ফেসবুকের কর্ণধার তার ভবিষ্যত প্রজন্মকে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার মার্ক জুকারবার্গ পিচ্চি ম্যাক্সকে সাঁতার শেখাচ্ছেন বলে খবর বেরিয়েছে সংবাদ মাধ্যমে!
এখনও দু’মাস বয়সও হয়নি জুকারবার্গ কন্যা ম্যাক্সের। এতো অল্প বয়সে মেয়েকে সুইমিং পুলে নামিয়েছেন পিতা ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। গত সোমবার এক ফেসবুক পোষ্টে মেয়েকে সাঁতার শেখানোর এই ছবিটি প্রকাশ করেছেন জুকারবার্গ।
মার্ক জাকারবার্গ তার পোষ্টে ছবির শিরোনামে লিখেছেন, ‘ম্যাক্স’স ফার্স্ট সুইম- শি লাভস ইট!’ ছবিতে ছোট্ট ম্যাক্স পানিতে ভেসে রয়েছে।
গত বছরের ১ ডিসেম্বর জুকারবার্গ ও প্রিসিলা চ্যানের সন্তান ম্যাক্স চ্যান জুকারবার্গ জন্মগ্রহণ করে। বেশ সাড়ম্বরেই সে সময় কন্যা সন্তানের বাবা হওয়ার ঘোষণা দেন জুকারবার্গ। পরিবারের ছবি নিয়মিত ফেসবুকে পোস্টও দিচ্ছেন জুকারবার্গ। ছুটির দিনগুলোতে দিনরাত কন্যার সঙ্গেই কাটছে তাঁর সময়। ম্যাক্সের জন্ম উপলক্ষে তাঁর ভাগের ফেসবুক শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করারও ঘোষণা দেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ।