The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শুরু হলো তৌকীরের নতুন ছবি ‘হালদা’র শুটিং হালদা নদীতে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হালদা নদীতে তৌকীরের নতুন সিনেমা ‘হালদা’র শুটিং শুরু হয় হালদা নদীতে। জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন।

Taukirer start of new film halada

তৌকীর তাঁর নতুন ছবি ‘হালদা’র শুটিং শুরুর কিছু তথ্য ফেসবুকের মাধ্যমে জানিয়ে বলেন, “হালদা” মিশন ইজ অন’, ‘শুটিং অ্যাট হালদা’ এবং ‘ফার্স্ট ডে শুট ইন হালদা রিভার, আওয়ার নিউ ফিল্ম ‘হালদা’। এর সঙ্গে ফেসবুকে রয়েছে শুটিং মুহূর্তের কিছু ছবিও।

তৌকীর বলেন, ‘হালদা নদীতে একটি নির্দিষ্ট সময়ে মাছ ডিম পাড়ে। সেই ডিম পাড়ার সময়টা হলো এখনই। তাই আমরা এই দৃশ্যগুলোর শুটিং এ মুহূর্তে করে নিচ্ছি। তবে পুরোদমে ছবির শুটিং শুরু করবো রোজার ঈদের পর।’

মাছের প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী এবং এর আশপাশের মানুষের জীবনবৈচিত্র্য নিয়ে তৌকীর আহমেদের নতুন ছবি ‘হালদা’ নির্মিত হতে চলেছে। নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ এবং জটিলতা- সবকিছুই ‘হালদা’ ছবির বিষয়বস্তু- এমনটিই জানিয়েছেন তৌকীর। আজাদ বুলবুলের গল্পে এই ছবির চিত্রনাট্য এবং পরিচালনা করছেন তৌকীর আহমেদ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...