দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের ধারণা যে, বর্তমান প্রজন্ম অর্থাৎ তরুণ-তরুণীরাই ফেসবুক বেশি ব্যবহার করে। কিন্তু সেই ধারণা এবার পাল্টে গেছে। তবে এবার শোনা গেলো ফেসবুক বয়ষ্করাই বেশি ব্যবহার করে!
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হলো ফেসবুক। অনেকেই মনে করেন, ফেসবুক আসলে বেশি জনপ্রিয় টিনএজার কিংবা কমবয়সী ছেলেমেয়েদের নিকট। তবে এক সমীক্ষায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বয়ষ্কদের কাছেই নাকি বেশি জনপ্রিয় ফেসবুক!
যদিও স্কুল-কলেজের পড়ুয়া কিংবা চাকরিজীবী সবার হাতেই ফেসবুক। শুধু ব্যবহারের পদ্ধতিটি একটু পৃথক। কেও কেও ফেসবুককে আড্ডা মারা কিংবা শুধুই এনজয়ের মাধ্যম হিসেবেই ফেসবুক ব্যবহার করে। আবার কেও কেও এর মাধ্যমে কাজের পাশাপাশি চেনা পরিচিতদের সঙ্গে যোগাযোগটাও বজায় রাখে। তাই ফেসবুক এক হলেও এর ব্যবহার একেবারেই ভিন্ন।
সম্প্রতি ফেসবুকের ব্যবহার নিয়ে এক সমীক্ষায় এমন এক তথ্য উঠে এসেছে। সেই সমীক্ষায় দেখা যায়, নতুন প্রজন্ম কিংবা টিনএজারদের হতে বয়ষ্করা বেশি ফেসবুক ব্যবহার করেন। এর মাধ্যমে তারা একাকিত্ব দূর করে থাকেন। সমবয়সীদের সঙ্গে কথোপকথন করেন তারা। যারা বাড়ি হতে বেরোতে পারেন না, তারা এই ফেসবুকের মাধ্যমে সমাজের খুঁটিনাটি খবরা-খবর রাখেন।
আসলে বয়স বেশি হয়ে গেলে চারপাশের পরিধিটাও অনেক ছোট হয়ে যায়। তখন কথা বলার মতো বিশেষ কাওকে পাওয়া যায় না। আর তাই সময় কাটাতে বয়ষ্করা বেশি অ্যাকটিভ থাকেন ফেসবুকে।
২০১৩ সালের সমীক্ষায় ফেসবুকে বয়ষ্কদের ব্যবহারের সংখ্যাটা ছিল ২৭ শতাংশ। বর্তমানে ৬৫ বছরের উর্ধ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। এ থেকেই বোঝা যায় যে, ফেসবুক শুধুমাত্র আধুনিক প্রজন্মের কাছেই জনপ্রিয় নয়, ফেসবুকের জনপ্রিয়তার অন্যতম দাবীদার বয়ষ্করাও!
This post was last modified on জুন ২৩, ২০২২ 12:50 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…