The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রকৃতির এক বিস্ময় মেঘালয়ার ‘জীবন্ত ব্রিজ’! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকৃতি কখন কিভাবে সৌন্দর্য দিয়ে থাকে তা বলা মুশকিল। তবে প্রকৃতির গুণে আমরা এর নানাভাবে উপকৃতও হয়ে থাকি। এমনই এক প্রকৃতির এক বিস্ময় ভারতের মেঘালয়ার ‘জীবন্ত ব্রিজ’।

living bridge

ভারতের মেঘালয়া রাজ্যের ছেড়াপুঞ্জি গ্রামে অবস্থিত এই প্রাকৃতিক ব্রিজটি । এটি সম্পূর্ণভাবে গাছের শিকড় দিয়ে তৈরি। সে কারণে এটিকে ‘জীবন্ত ব্রিজ’ বলা হয়ে থাকে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এই এলাকাটি এতোই দুর্গম যে, ব্রিজ তৈরি করার মতো প্রয়োজনীয় সরঞ্জামাদিও এখানে পৌঁছানো সম্ভব হয় না। তাই গ্রামবাসী গাছের বড় বড় শ্বাসমূল দিয়ে এই ব্রিজটি তৈরি করেছেন।

জানা যায়, প্রাকৃতিক গাছের শিকড় দিয়ে তৈরি হলেও এই ব্রিজটি এতোটাই শক্ত যে, একসঙ্গে ৫০ জন মানুষ যাতায়াত করতে পারেন। এই প্রাকৃতিক ব্রিজটির বয়স ১৮০ বছরেরও বেশি বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

দেখুন ভিডিও

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...