The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নায়িকা পরীমনি এতো ‘পাষাণ’ কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের চলচ্চিত্রে খুব কম সময়ে বিশাল এক স্থান দখল করে নিয়েছে পরীমনি। তবে পরীমনি ‘পাষাণ’ নয়, ‘পাষাণ’ তার নতুন ছবির নাম!

actress pari mani & New Film Pashan-01

শুধু ব্যস্ততা নয়, পাশাপাশি নানা কারণে পরীমনি আলোচিত। পরীমনির মিষ্টির হাসির পেছনে যে শক্তপোক্ত একটা হৃদয় রয়েছে তা জানাতেই সৈকত নাসির তাকে নিয়ে নির্মাণ করতে চলেছেন ‘পাষাণ’ নামে নতুন একটি ছবি।

তরুণ নির্মাতা সৈকত নাসির আলোচনায় আসেন ‘দেশা-দ্য লিডার’ ছবির মাধ্যমে। তার সেই ধারাবাহিকতায় ক’দিন আগে যৌথপ্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ নিয়ে হাজির হন দুই বাংলার দর্শকদের সামনে। এবার তিনি নির্মাণ করতে চলেছেন ‘পাষাণ’ নামে নতুন এই ছবি। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন পরীমনি।

actress pari mani & New Film Pashan

ভিজুয়ালাইজার নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এই ‘পাষাণ’ ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। নায়িকা হিসেবে পরীমনিকে চূড়ান্ত করলেও, নায়কের নামটি নিয়ে চমক দেখাতে চান এ পরিচালক।

আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ হতে শুটিং শুরু হবে। তার আগে নায়ক চূড়ান্ত করার পর সবাইকে জানাবেন বলে জানিয়েছেন নির্মাতা সৈকত নাসির।

actress pari mani & New Film Pashan-02

উল্লেখ্য, রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার ছবি ‘পাষাণ’-এর গল্পের মূল ভাবনা পরিচালক সৈকত নাসির নিজেরই।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...