The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অশ্লীল দৃশ্য শুটিং করার অভিযোগে ‘আমেরিকান ড্রিম’-এর কাজ বন্ধ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রটির শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। অশ্লীল দৃশ্য শুটিং করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সম্প্রতি আইনি নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করার আদেশ জারি করেছে।

American drim

বাংলাদেশী চলচ্চিত্রে অশ্লীলতা এখন নেই বললেই চলে। মাঝে এক সময় অশ্লীলতায় ছেয়ে যাওয়ায় দেশীয় চলচ্চিত্রে নেমে আসে আমাবশ্যা। এমন এক পরিস্থিতিতে পরিচালক সমিতির কঠোর মনোভাব এবং সাম্প্রতিক সময়ে কিছু রুচিশীল চলচ্চিত্র নির্মাণ এবং ব্যবসা সফল হওয়ার কারণে দেশীয় চলচ্চিত্র থেকে অশ্লীলতা প্রায় দূর হতে বসেছিল। কিন্তু হঠাৎ করেই আবারও সেই অশ্লীলতার ধোয়া উঠলো।

দীর্ঘদিন পর এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি ‘দ্য আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রের কিছু দৃশ্যের শুটিং করা নিয়ে অভিযোগ উঠেছে।

American drim-2

ছবিটি পরিচালনা করছেন প্রবাসী নির্মাতা জসিম উদ্দিন। এই ছবিটির শুটিং করার সময় অশ্লীল দৃশ্য থাকার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সম্প্রতি আইনি নোটিশ জারি করে কাজ বন্ধ করার আদেশ জারি করেছে।

সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ছবিটির শুটিং করার সময় বেশকিছু আপত্তিকর দৃশ্য ধারণ করার বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন এর কলাকুশলীরা। এমনকি প্রমাণ হিসেবে তারা স্থিরচিত্রও দেখিয়েছেন আমাদের। শুধু তাই নয়, ছবিতে নারী সমাজকে হেয়প্রতিপন্ন করা এবং ছবির শুটিংয়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মারামারির মতো ঘটনাও ঘটেছে। সবকিছু মিলে ছবিটির কাজ বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয় করছেন সাইমন, আইরিন, সানজিদা তন্ময়সহ আরও অনেকে।

American drim-3

ছবির অভিনেত্রী আইরিন এ প্রসঙ্গে বলেন, ‘গ্রামের পটভূমিতে দৃশ্যায়ন করার সময় আমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে বলা হয়েছিল। এতে আমি আপত্তি করলে পরিচালক বলেছেন যে, এটা কল্পনার দৃশ্যে থাকবে। অশ্লীলতার অংশটুকু আমার বেলায় না থাকলেও অন্য অভিনয়শিল্পীর ক্ষেত্রে ছিল বলে আমি জেনেছি।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার আরও বলেন, নির্মাতা জসিম উদ্দিন সমিতির সদস্যপদ গ্রহণ করা ছাড়াই ছবির দৃশ্যধারণের কাজ শুরু করেছেন। সদস্যপদ পাওয়ার জন্য তিনি পরীক্ষাও দিয়েছিলেন। তবে তাতে কোনো প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। তাই তাকে সমিতির সদস্যপদ দেওয়া হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...