দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রমজান এলে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ভিন্ন আঙ্গিকে বিজ্ঞাপন তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। সেই ধারাবাহিকতায় এবার রমজানকে কেন্দ্র করে নামী ব্র্যান্ড ‘সার্ফ এক্সেল’ নির্মাণ করেছেন এক অভিনব বিজ্ঞাপন। দেখুন ভিডিওটি।
![রমজানে ভাইরাল একটি বিজ্ঞাপন দেখুন! [ভিডিও] 1 Ramadan is a viral advertising](https://thedhakatimes.com/wp-content/uploads/2016/06/Ramadan-is-a-viral-advertising-600x299.jpg)
ওই বিজ্ঞাপনের মূল প্রতিপাদ্য হলো, ‘কারো সাহায্য করাও ইবাদত, সাহায্য করতে গিয়ে যদি দাগ লেগে যায় তাহলে দাগই ভালো। রমজানে আপনার বাচ্চাকে সাহায্য করার শিক্ষা দিন’।
১০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রকাশ করা হয় বিজ্ঞাপনটি। লাখ লাখ দর্শক দেখছেন বিজ্ঞাপনটি। গত শুক্রবার বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করা হয়। বর্তমানে এই বিজ্ঞপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
বিজ্ঞাপনটি দেখা যায়, ছোট্ট একটি ছেলে বৃদ্ধ একটি লোককে তার সমুচা বিক্রি করতে সাহায্য করছে। ছেলেটি তার গায়ের জামায় ভরে সমুচাগুলো বিক্রি করছে। বিক্রির শেষ পর্যায়ে এসে ছেলেটি দেখে তার জামাটি নোংরা হয়ে গেছে। সেসময় ছেলেটির মা চলে আসে, ছেলেটি খুব ভয় পেয়ে যায়, তবে তার মা ছেলের এই কাণ্ড দেখে হাসেন এবং সেই বৃদ্ধ লোককে নিয়ে একসঙ্গে ইফতারও করেন!
দেখুন ভিডিওটি