The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

একদল তৃষ্ণার্ত হাতি পানির জন্য হাজির হলেন সুইমিংপুলে! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানির তৃষ্ণা বড় তৃষ্ণা। পানির জন্য মানুষ যেমন দিকবিদিক অবস্থায় ছুটাছুটি করে, ঠিক তেমনি একদল হাতিও পানির জন্য শেষ পর্যন্ত একটি সুইমিংপুলে হানা দিলো!

A group of water-thirsty elephants came to swimming pool

হাতিদের সুইমিংপুলো হানা দেওয়ার এই ভিডিওটি এখন ভাইরাল। ঘটনাটি আসলে এমন, সুইমিংপুলে আমোদ-ফুর্তি করছিল একদল মানব সন্তান, ঠিক এমন সময় সেখানে হাজির হলো একদল তৃষ্ণার্ত হাতি!

স্ত্রী পুরুষ, বাচ্চা এবং বৃদ্ধ হাতিরা পানি পান করতে এসে প্রথমে ভড়কে দিয়েছে উপস্থিত সবাইকে, তারপর খুব স্বাভাবিকভাবে সুইমিংপুলটাকে নিজেদের মনে করে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে রীতিমত উৎসব শুরু করে দেয় সেখানে।

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ম্যাবালিংগুই প্রাকৃতিক সংরক্ষণাগারের। সেখানে ঘর ভাড়া নিয়ে ক্যাম্পিংয়ে উঠেছিল একটি পরিবার। বাড়ির আঙ্গিনায় সুইমিং পুলে অলস দুপুরে ঝাপাঝাপি করছিলেন তারা, এমন সময় আচমকা হাজির হলো একদল হাতি। ওই পরিবারের লোকজনের বিস্ময়ের যেনো সীমা রইলো না।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলটিতে চলছে খরা। সেখানে পশু-পাখিও চরম তৃষ্ণার্ত। তবে ওই হাতিরা কোনো ঝামেলা করতে নয়, কেবলমাত্র খানিকটা গলা ভেজাতে হাজির হয়েছিলো মানুষের দুয়ারে।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...