দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের সমাজে নিয়ম রয়েছে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব আসে তারপর দেখাদেখি হয়। এরপর তারিখ নির্ধারণ করে হয় বিয়ে। তবে এবার এক ব্যতিক্রমি বিয়ে হলো বিমানের মধ্যে! বিমানেই প্রস্তাব পেয়ে বিমানেই সম্পন্ন হলো বিয়ে।
সত্যিই এক অনন্য বিয়ে! আকাশের বুকে বিমানে চড়ার পর পছন্দ এবং প্রস্তাব। তারপর সেই বিমানের মধ্যেই আবার বিয়ের অনুষ্ঠান! এমন কথা আগে কখনও শোনা যায়নি। তবে বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যেও বেশ আনন্দ দেখা যায়। কারণ এমন একটি বিস্ময়কর মুহূর্তের স্বাক্ষী হয়েছেন তারা।
ঘটনাটি হলো এমন। নাথালি এইচে নামের এক তরুণী। তিনি ছুটি কাটাতে ভিয়েনা হতে গ্রিসের অ্যাথেন্সে রওনা দেন। এমন সময় হঠাৎ করেই বিমানে কয়েকজন ব্রুনো মার্সের ‘ম্যারি ইউ’ গানটি গাইতে শুরু করেন।
নাথালি প্রথমে ভাবেন কেও হয়তো এভাবে নিজের মনের মানুষটিকে প্রেম নিবেদন করছেন। তবে সে যে তারই মনের মানুষ সেটা তিনি হয়তো কল্পনাও করেননি। হঠাৎ চোখ ফেরাতেই তিনি দেখেন তার বয়ফ্রেন্ড জারগেন বগনারই গানটি গাইছেন।
স্বভাবতই চোখের পানি ধরে রাখতে পারেননি নাথালি। এরপর জারগেন হাঁটু ভাঁজ করে বসে সিনেমা স্টাইলে নাথালিকে বিয়ের প্রস্তাব নিবেদন করেন। এভাবে শুরু হয় বিমানে বিয়ের গল্প। তারপর এলো বিয়ের পোশাক, দুটি রিং, একজন ভায়োলিন বাদক ও চটজলদি অনুষ্ঠানেরও আয়োজন করা হলো ওই চলন্ত বিমানের মধ্যে।
এখানেই ঘটনার শেষ নয়; উভয় পরিবারের বেশ কিছু আত্মীয়স্বজন বিমানের পেছনের ছিটে নিজেদের আড়াল করে বসেছিলেন। পরে এগিয়ে এসে জমিয়ে দিলেন বিয়ের আসরটি। একটি ফুলের তোড়া উপহার দিয়ে নাথালিকে শুভেচ্ছা জানালেন তার বাবা। আকাশে হঠাৎ বিয়ের আসরে আবেগে আপ্লুত হয়ে পড়েন নাথালি।
নাথালি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রত্যেকটি মেয়ে তার জীবনে এই দিনটির জন্য অপেক্ষা করেন। ভাবতে পারিনি সত্যিই দিনটি এভাবে আমার জীবনে আসবে। কোন শব্দে নিজের অনুভূতি প্রকাশ করবো তা আমি সত্যিই বুঝতে পারছি না।’
This post was last modified on আগস্ট ১০, ২০১৬ 11:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা তার বাড়ি বিক্রির বিজ্ঞাপনে লিখেছেন-“ফ্লোটিং…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২২ অগ্রাহায়ণ ১৪৩২…