The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

একটু অসতর্কতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে দেখুন! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্রুত গতিতে কিংবা অসতর্কভাবে গাড়ি চালানো মোটেও উচিত নয়। অন্তত আজকের এই ভিডিওটি দেখে শিক্ষা নিতে পারেন।

little carelessness

দ্রুত গতিতে গাড়ি চালানো কিংবা গাড়ি নিয়ে রেসিং অথবা নিয়ম মেনে গাড়ি না চালালে ফল কী হতে পারে? তার প্রমাণ আজকের এই ভিডিও। দুর্ঘটনার ভয়াবহ এই ফুটেজটি দেখে সহ্য করা অনেকের পক্ষেই অসম্ভব।

ঘটনাস্থল রাশিয়া। ফাঁকা রাস্তায় ঝড়ের বেগে ছুটছিল গাড়িগুলো। একে অন্যকে কাটিয়ে যাওয়ার এক ‘দুঃসাহসিক’ প্রতিযোগিতা চলছিল। আর তার শেষ পরিণতি কী হলো তা ভিডিও দেখলেই পরিষ্কার হয়ে যাবে।

কারণ ওই সময় উল্টোদিক হতে দ্রুতগতিতে আসছিল একটা ট্রাক। তা দেখেও ওভারটেকের চেষ্টা করা হয়। দুটো গাড়ির মাঝখান দিয়ে বেরোতে গিয়ে সংঘর্ষে টুকরো টুকরো হয়ে যায় গাড়িটি। তখন ছেঁড়া খেলনা পুতুলের মতো হাওয়ায় উড়ে গিয়ে পড়ে শরীরগুলো। পিছনের গাড়ির উইন্ডস্ক্রিনেও ছিটকে আসে! এক বিভৎস দৃশ্য। এমন বিভৎস দৃশ্য দেখাবার একটিই কারণ তাহলো কখনও গাড়ি চালাতে প্রতিযোগিতা করা উচিত নয়। সাবধানে এবং সতর্কতামূলকভাবে গাড়ি চালাতে হবে।

দেখুন সেই ভিডিওটি

Loading...