The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভূমিকম্প নিয়ে নব দিগন্তের সূচনার দাবি গবেষকদের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানে ভূকম্পবিদরা প্রথমবারের মতো বিশেষ এক ধরনের ক্ষুদ্র কম্পন সনাক্ত করতে সমর্থ হয়েছেন। এই কম্পনের উৎপত্তিস্থল পৃথিবীর আটলান্টিক সিফ্লোরে।

Earthquake researchers

বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ‘আবহাওয়া বোম্ব’ হতে দোলনের শুরু হয়েছিল। ‘মৃদুচাপের ঘূর্ণিঝড়ের মতোই। গ্রিনল্যান্ডে।’ ২০১৪ সালে যুক্তরাজ্যের গণমাধ্যমে যে শিরোনামটি করা হয়। কম্পনের আচার-প্রকৃতি ঠিক এরকম বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

গবেষকরা বলেছেন, দুই ধরনের ক্ষুদ্র কাঁপন ঘূর্ণিঝড় হতে দেখা যায়, যেটা অনবরত ভূমির গভীরে আঁকাবাকা কম্পন সৃষ্টি করে থাকে।

এ সবের মধ্যে ধীর হচ্ছে ‘এস’ তরঙ্গ যার উৎস আগে কখনও সনাক্ত করা সম্ভব হয়নি।

গবেষকরা বলেছেন, প্রাপ্ত তথ্য ভূমির গভীরের লুকানো রহস্যের দ্বার উন্মোচনে গবেষণা ক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা ঘটালো। বিষয়টি প্রকাশিত হয়েছে জার্নাল সায়েন্স ম্যাগাজিনে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...