The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নান্দনিক কারুকার্যখচিত চিত্রকর্মের মতোই প্রকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬ খৃস্টাব্দ, ১০ আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ, ২২ জিলহজ্ব ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

pls-pic

এক চমৎকার প্রাকৃতিক দৃশ্য এটি। বিশ্বের কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থানের মধ্যে এটিও একটি।

দ্য পিনাকলস। বিস্তীর্ণ জোড়া হলদে রঙের বালি প্রহরীর মতোই যেনো দাঁড়িয়ে রয়েছে। এখানে আরও রয়েছে ক্ষয়ে যাওয়া পাথুরে টিলা।

প্রাকৃতিক এই সৌন্দর্যের নাম দেওয়া হয়েছে পিনাকলস। এটির অবস্থান হলো পশ্চিম অস্ট্রেলিয়ার সারভান্তেস শহরের খুব নিকটে ন্যামবার্গ জাতীয় পার্কে।

ইতিহাস থেকে জানা যায়, চুনাপাথর সমৃদ্ধ এই পিনাকল তৈরি হয়েছে ৩০ হাজার বছর পূর্বে। সে সময় এই স্থানটি ছিল সমুদ্রতটের খুব নিকটে। পাথুরে টিলাগুলো বালি হতে মাত্র কয়েক মিটার উঁচু। সত্যিই এক নান্দনিক কারুকার্যখচিত চিত্রকর্মের অংশ মনে হবে এটিকে। এক বিস্ময় বলা যায়।

ছবি: www.paylesstravel.com.au এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...