The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অপুর জন্য বদলে যাচ্ছে ‘মা’ সিনেমার গল্প?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশ কয়েকটি ব্যববসা সফল ছবির কারণে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপু। তবে ইতিমধ্যে হঠাৎ ‘নিখোঁজ’ অপু বিশ্বাস। তাঁর এই ‘নিখোঁজ’ এর কারণে বদলে যাচ্ছে ‘মা’ সিনেমার গল্প?

s-o

এ বছরের শুরুতে কালাম কায়সার পরিচালিত ‘মা’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব-অপু জুটি। কয়েকদিন শুটিংয়ের পরই মিডিয়া হতে উধাও হয়ে যান অপু। এ নিয়ে বিপাকে পড়েছেন এই সিনেমার পরিচালক। দীর্ঘ ৮ মাস অপেক্ষা করেও এখন পর্যন্ত অপুর সন্ধান পাননি নির্মাতারা।

যে কারণে নতুন করে এ সিনেমাটির গল্প লেখার কাজ শুরু করেছেন চিত্রনাট্যকার ছকটু আহমেদ।

s-o-2

শুটিং শুরুর দীর্ঘ ৮ মাস পরে আবার চিত্রনাট্য লেখানোর সম্পর্কে পরিচালক কালাম কায়সার বলেছেন, ‘মা’ সিনেমার চিত্রনাট্য আমিই লিখেছিলাম। কিছু কিছু জায়গায় একটু সমৃদ্ধ করার জন্য আবার ছকটু ভাইকে দিয়ে লেখাচ্ছি।

তবে অপুর পরিবর্তে নতুন কোনো নায়িকাকে দিয়ে এই সিনেমার বাকি কাজ করাবেন কি না এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি পরিচালক কালাম কায়সার। তিনি বলেন, ‌‘মিডিয়ার সবাই জানেন অপু বিশ্বাস অনেক দিন ধরে কোনো সিনেমাতে কাজ করছেন না। ‘মা’ সিনেমায় অপুকে বাদ দিবো ঠিক এমন নয়। তবে সময় সব কিছু বলে দিবে।’

উল্লেখ্য, অপু বিশ্বাসের কারণে বর্তমানে অন্তত ৪টি সিনেমার শুটিং শিডিউল জটিলতায় আটকে পড়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...