দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের তিন ম্যাচে ১-১ সমতা থাকায় বাংলাদেশের জন্য সিরিজ জয়ের বেশ বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।
আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচটি হেরে যায় আফগানদের কাছে। যে কারণে জয়ের সেঞ্চুরি করার প্রত্যাশা সেদিন ধুলিস্যাৎ হয়ে যায়।
তবে আজ একটি সুযোগ রয়েছে। যদিও আজকে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে। কারণ আফগানিস্তান চাইবে সিরিজ জিততে। তাই তারা মরিয়া হয়ে খেলবে। তাই বাংলাদেশের জন্য আজ বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। যদিও বাংলাদেশ দল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা প্যাট্রিস করেছে। তারপরও আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বাংলার টাইগাররা কতোদূর কি করতে পারে সেটিই দেখার বিষয়। তবে সবকিছু সময়ই বলে দেবে।
দেশের মাটিতে সিরিজ জেতা এবং জয়ের সেঞ্চুরি করার এই সুযোগটি মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল কী করতে পারে তা দেখার অপেক্ষায় রয়েছে দেশের লক্ষ-কোটি দর্শকরা। বাংলাদেশ দলের প্রতি শুভ কামনা রইলো দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে।