The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ওমর সানি এবার অভিনয় করবেন পরীমনির বাবার চরিত্রে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের নায়ক ওমর সানি। বয়স গড়ানোর সঙ্গে সবকিছুই পাল্টে যাচ্ছে। ওমর সানি এবার অভিনয় করেবেন পরীমনির বাবার চরিত্রে!

pori-mani-and-omar-sunny

পরীমনির নতুন এই ছবির নাম ‘পাগলীরে তুই’। সম্প্রতি পরীমনির জন্মদিনে নতুন এই ছবি তৈরির ঘোষণা দেন নির্মাতা মঈন বিশ্বাস।

আগামী জানুয়ারিতে শুটিং শুরু হওয়ার কথা ছবিটির। অন্যান্য শিল্পী নির্বাচনের কাজ করছেন নির্মাতা। ইতিমধ্যে পরীমনির বাবার চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছেন ওমর সানিকে। নতুন এই ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে সাদেক বাচ্চুসহ আরও অনেকের।

pori-mani-and-omar-sunny-2

নির্মাতা মঈন বিশ্বাস বলেছেন, বান্দরবান ও সিলেটে জানুয়ারিতে শুরু করবো ‘পাগলীরে তুই’। আগামীমাসে অর্থাৎ ডিসেম্বরেই ছবিটির মহরত করবো। ছবিটিতে পরীমনির বাবার চরিত্রে অভিনয় করবেন ওমর সানি। কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...