দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নন্দিত কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমদের ৬৮তম জন্মদিন আজ। নন্দিত এই কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
নন্দিত কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোর আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে সিনেমা, নাটকসহ হুমায়ূন আহমদের জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান। নাটক, টকশোসহ নানা আয়োজন থাকবে আজ।
চ্যানেল আইতে ‘হিমু মেলা’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই দিনব্যাপী এক ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছে। উৎসবের অংশ হিসেবে চ্যানেল আই চেতনা চত্ত্বরে আয়োজন করা হয়েছে হিমু মেলা। এই মেলা মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটকের গান, গেয়ে শোনাবেন দেশের প্রতিথযশা শিল্পীরা। নাচ ও কবিতার আবৃত্তি ছাড়াও স্মৃতিকথা স্মৃতিচারণ করবেন হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজনরা। হলুদ পাঞ্জাবি গায়ে হাজির হবেন হুমায়ূন ভক্তরা।
উল্লেখ্য, ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজ ১৩ নভেম্বর, তার ৬৮ তম জন্মদিন।