The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নায়ক আলমগীরের ছবিতে দেখা যাবে শুভ, পূর্ণিমা, প্রসেনজিৎ ও পাওলিকে!

চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবিটির নাম 'একটি সিনেমার গল্প'

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের আরিফিন শুভ, পূর্ণিমা, ভারতের প্রসেনজিৎ এবং পাওলি দাম।

নায়ক আলমগীরের ছবিতে দেখা যাবে শুভ, পূর্ণিমা, প্রসেনজিৎ ও পাওলিকে! 1

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর পরিচালনা করতে চলেছেন নতুন একটি চলচ্চিত্র। আলমগীরের নতুন এই ছবির নাম দেওয়া হয়েছে ‘একটি সিনেমার গল্প’।

চিত্রনায়ক আলমগীর ‘একটি সিনেমার গল্প’ ছবি সম্পর্কে জানিয়েছেন, শুভ ছাড়া ছবিতে অন্য তিনজনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি অবশ্য এখনও হয়নি।

আলমগীর আরও জানিয়েছেন, ‘যৌথ প্রযোজনার বিষয়টি চুক্তি হয়েছে। পাওলি দাম ও প্রসেনজিতের বিষয়টির দায়িত্ব নিয়েছে এসকে মুভিজ। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি দু’জনেরই শিডিউল দিয়েছে আমাকে। পূর্ণিমার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করা হয়েছে। এখন চুক্তি শুধুই সময়ের ব্যাপার।’

নায়ক আলমগীরের ছবিতে দেখা যাবে শুভ, পূর্ণিমা, প্রসেনজিৎ ও পাওলিকে! 2

যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘একটি সিনেমার গল্প’ ছবিটি। ভারতের এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের আইকন এন্টারটেইনমেন্ট ছবিটি প্রযোজনা করবে।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর হতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...