The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

চীনের গহীন জঙ্গলে পাওয়া গেছে বাস্তবের জুরাসিক পার্ক!

চীনের ঝেজিয়াং প্রদেশের পার্বত্য জঙ্গল এলাকা ছিলো এক সময় হিংস্র, ভয়ংকর ডাইনোসরদের বিচরণভূমি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সিনেমায় দেখে থাকি জুরাসিক পার্ক। কিন্তু এবার চীনের গহীন জঙ্গলে পাওয়া গেছে বাস্তবের জুরাসিক পার্ক! গবেষকর গবেষণা চালাচ্ছেন।

চীনের গহীন জঙ্গলে পাওয়া গেছে বাস্তবের জুরাসিক পার্ক! 1

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, চীনের ঝেজিয়াং প্রদেশের পার্বত্য জঙ্গল এলাকা ছিলো এক সময় হিংস্র, ভয়ংকর ডাইনোসরদের বিচরণভূমি ছিলো, তার প্রমাণ পাওয়া যাচ্ছে সব সময়। সেখানকার মাটি খুঁড়লেই উদ্ধার হচ্ছে ডাইনোসর ও ডাইনোসরের ডিমের জীবাশ্ম। সামান্য কিছু এলাকাতেই মাটির তলায় পাওয়া গেছে ৮২টি ডাইনোসর জীবাশ্ম।

এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, ঝেজিয়াং প্রদেশের এই অঞ্চলটায় যতোগুলো ডাইনোসর জীবাশ্ম উদ্ধার হয়েছে, তা সবই প্রায় সাড়ে ৬ হতে সাড়ে ১৪ কোটি বছরের প্রাচীনতম। তাই এগুলোকে আদিম বলাই ভালো। সাড়ে ৬ কোটি বছর পূর্বে ঝেজিয়াং প্রদেশ অঞ্চলটি ছিলো জুরাসিক পার্ক। যে ৮২টি ডাইনোসর-জীবাশ্ম উদ্ধার হয়েছে, তারমধ্যে ৬টি ভিন্ন প্রজাতির ডাইনোসর এবং ২৫ রকমের ডিম রয়েছে।

ঝেজিয়াং প্রদেশের ১১ হাজার বর্গকিলোমিটার অঞ্চল জুড়েই ডাইনোসরের জীবাশ্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশির ভাগ জীবাশ্মই আগ্নেয়শিলার মধ্যে চাপা পড়ে রয়েছে। ঝেজিয়াং মিউজিয়ামের ডেপুটি কিউরেটর জিন শিংসেং-এর কথায়, ‘চীনের অন্যান্য প্রদেশের মধ্যে ঝেজিয়াং এ সবচেয়ে বেশি ডাইনোসর জীবাশ্ম রয়েছে।’ এক কথায় বলা যায়, ডাইনোসরদের এক অভয়ারণ্য এটি। তাই গবেষকরাও নেমে পড়েছেন তাদের গবেষণায়। হয়তো অদূর ভবিষ্যতে গবেষকরা আরও নতুন নতুন তথ্য দেবেন ডাইনোসর সম্পর্কে।

Loading...