দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতিসংঘের যে প্যানেল সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা সেটি তদন্ত করছে। এর পাশাপাশি তাদেরকে ইরাকেও একই বিষয় খতিয়ে দেখার প্রস্তাব দিলো রাশিয়া ও চীন।
তবে শুক্রবার উত্থাপিত প্রস্তাবটিকে তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে ব্রিটেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মসুল যুদ্ধের ওপর আলোচনাকালে রাশিয়া ও চীন ইরাকে রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে যৌথ তদন্তের প্রস্তাব উত্থাপন করে। দেশটিতে ইরাকী বাহিনী ইসলামিক স্টেট জিহাদিদের বিরুদ্ধে লড়ই করে চলেছে।
ওই বৈঠকে সভাপতিত্বকারী ব্রিটিশ দূত ম্যাথিউ রিক্রোফট বলেছেন যে, নিরাপত্তা পরিষদের সদস্যরা আইএস জিহাদিদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়ার পর ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
তিনি আরও জানান, রাশিয়া ও চীন ‘সিরিয়ার পাশাপাশি ইরাকেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ওপর যৌথ তদন্ত চেয়ে’ একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে। তবে ব্রিটেন এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ব্রিটেন দূত আরো বলেছেন, ‘যুক্তরাজ্যের যুক্তি হলো ইরাক এবং সিরিয়ার পরিস্থিতি এক রকম নয়। ইরাক সরকার আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে।’
ম্যাথিউ রিক্রোফট আরও বলেন, ইরাক সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো রকম অভিযোগ নেই।
তিনি জানিয়েছেন, সে কারণে নিরাপত্তা পরিষদ রাশিয়া এবং চীনের এই খসড়া প্রস্তাবটির ওপর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।