দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারণব্যধি এইডস নিয়ে মানুষের গবেষণার যেনো শেষ নেই। তবে এবার ব্যতিক্রমি একটি খবর হলো আইফোন ৭ নাকি এইডস প্রতিরোধ করবে! আসলেও কী তাই?
অ্যাপল স্মার্টফোনের গায়ের রং গাঢ় ‘রেড ওয়াইন’। এই রংয়ের স্মার্টফোন এর আগে অ্যাপলে খুব একটা দেখা যায়নি। গত বছর সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ৭ ও ৭ প্লাসের গাঢ় রেড ওয়াইন রংয়ের একটি বিশেষ সংস্করণ এবার আনতে চলেছে অ্যাপল। অ্যাপলে এই নতুন সংস্করণে ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির তিন ধরনের মেমোরি রয়েছে।
আইফোন ৭-র জন্য ও আইফোন-৭ প্লাস ডিসপ্লের এই দুই ফোনেই থাকছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা। ৮২ হাজার টাকা হতে শুরু হবে এই ফোনের দাম। তবে সব গুঞ্জন ছাপিয়ে নতুন বিশেষ এই আইফোনটি বিশেষ একটি কারণে বেশ আলোচনার জন্ম দিতে চলেছে, আর তা হলো এই আইফোনটি কিনে ভূমিকা রাখা যাবে এইডস প্রতিরোধেও!
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এইডস মোকাবেলায় কাজ করা সংস্থা ‘প্রোডাক্ট রেড’ নামে একটি সংস্থার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে এইচআইভি আক্রান্ত মানুষের কাউন্সেলিং, ওষুধপত্র বিতরণ, মেডিক্যাল পরীক্ষায় অবদান রাখবে এবারের আইফোন ৭। ইতিমধ্যেই ১৩ কোটি ডলার অনুদান হিসেবে দেওয়া হয়েছে ‘প্রোডাক্ট রেড’কে। এইডস প্রতিরোধে আইফোন ৭ -এর এভাবে এগিয়ে আসার বিষয়টি ইতিমধ্যে বিশ্বজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।
This post was last modified on মার্চ ২৯, ২০১৭ 10:21 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…