The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বিশ্বের সুরক্ষিত ফোন শীঘ্রই বাজারে আসছে

এটিই বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন হবে। কী কী রয়েছে এই সুরক্ষিত ফোনে?

Close up of young businessman searching or spying on the mobile phone

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফোনের সুরক্ষা নিয়ে ব্যবহারকারীদের দুশ্চিন্তা সব সময়। ফোন চুরি গেলে কিংবা হারিয়ে গেলে সবার আগে মাথায় ঘোরে ব্যক্তিগত তথ্য খোয়া যাওয়ার চিন্তায়। তবে এবার বিশ্বের সুরক্ষিত ফোন শীঘ্রই বাজারে আসছে।

বিশ্বের সুরক্ষিত ফোন শীঘ্রই বাজারে আসছে 1

ফোনের তথ্য সুরক্ষিত করতে প্যাটার্ন, পাসওয়ার্ড, ফিঙ্গার প্রিন্ট, রেটিনা স্ক্যাণ এমনই নানা রকম লক সিস্টেম ব্যবহার করে থাকি আমরা। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই লক সিস্টেম ভাঙা খুব একটা জটিল কিছু নয়। তা হলে উপায় কী?

এই সমস্যার সমাধান করবেন জন ম্যাকআফি। আমেরিকার এই কম্পিউটার প্রোগ্রামার এবং ব্যবসায়ী সম্প্রতি তৈরি করেছেন এই নতুন স্মার্টফোন। ফোনটির নামও তাঁর নিজের নামেই রেখেছেন।

এমজিটি কর্পোরেশনের হাত ধরে বাজারে শীঘ্রই বাজারে আসবে এই ফোন। জনের দাবি হলো, এটিই বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন হবে। কী কী রয়েছে এই সুরক্ষিত ফোনে?

# ফোনের ব্যাক কভারের পিছনে রয়েছে অসংখ্য ছোট ছোট সুইচ।
# যার সাহায্যে ফোনের ব্যাটারি, ওয়াইফাই, অ্যান্টেনা, ব্লুটুথ, ক্যামেরা, মাইক্রোফোন সবই ফোন হতে পৃথক করে দেওয়া যাবে।
# কিন্তু কীভাবে এটি ফোনের সুরক্ষায় কাজ করবে তা খোলাসা করে এখনও জানাননি ম্যাকআফি।
# জানাব গেছে, স্টিং রে বা আইএমএসআই ক্যাচার জাতীয় ফোন ট্র্যাকার দিয়েও ফোনটিকে ট্র্যাক করা সম্ভব হবে না।
# এটিতে আরও রয়েছে ওয়েব সার্চ অ্যানোনিমাইজার।
# ম্যাকআফি এক টুইটে জানিয়েছেন যে, অ্যান্ড্রয়েড ভার্সনেই চলবে এই নতুন স্মার্টফোনটি।
# নতুন এই ফোনটির প্রাথমিক দাম ধরা হয়েছে ১,১০০ ডলার (প্রায় ৭০,৬০০ টাকা)।
# চলতি বছরের জুন মাসেই এই ফোনের প্রথম ভার্সন ‘আলফা’র পরীক্ষা সম্পূর্ণ হবে। এরপরে চলতি বছরের শেষের দিকে আলফা বাজারে পাওয়া যাবে বলে দাবি ম্যাকআফির।

আগামীবছর ২০১৮-তেই এই ফোনের দ্বিতীয় ভার্সনও বাজারে আসবে বলে জানানো হয়েছে।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali