বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেনের যাত্রা শুরু জাপানে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেনের যাত্রা শুরু জাপানে। পূর্ব জাপান রেলওয়ে কোম্পানির সর্বশেষ সংযোজন হলো এই বিলাসবহুল ট্রেন ‘শিকি শিমা’।

দুরন্তগতির ‘শিনকানসেন’ বুলেট ট্রেনের পর এবার সবচেয়ে বিলাসবহুল ট্রেন নিয়ে এলো দেশটি। বিলাসবহুল ওই ট্রেনটি টোকিওর উয়েনো স্টেশন হতে যাত্রা শুরু করবে। মূলত জাপানসহ সারাবিশ্বের ভ্রমণ পিপাসু পর্যটকদের আকৃষ্ট করতে এই ট্রেনটি চালু করতে চলেছে জাপান রেলওয়ে।

নতুন বিলাশবহুল ওই ট্রেন ‘শিকি শিমা’য় চার দিন, তিন রাত ভ্রমণ করতে হলে যাত্রীদের জনপ্রতি সাড়ে ৮ হাজার মার্কিন ডলার গুনতে হবে! আবার সঙ্গীসহ ঘুরতে চাইলে খরচ হবে আরও ১৭ হাজার মার্কিন ডলার!

Related Post

ট্রেনটিতে সব মিলিয়ে বগি রয়েছে মাত্র ১০টি। ট্রেনটি চলবে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে। ট্রেনটিতে পৃথক দুটি পর্যবেক্ষণ বগিও রয়েছে; সঙ্গে রয়েছে ৬টি বগি। যাতে ৩৪ জন যাত্রী বসতে পারবেন। চলার সময় কোনো রকম ঝাকুনি কিংবা শব্দও করবে না এই ট্রেনটি।

শুধু তাই নয়, এই ট্রেনটি যে লাইনগুলোতে চলবে তার দুইপাশের রাস্তায় নানা ধরণের মনোমুগ্ধকর ফুলের গাছও লাগানো হয়েছে। সব মিলিয়ে যেনো এক শান্তিময় প্রাকৃতিক পরিবেশে স্বপ্ন যাত্রা। ট্রেনটির মূল স্লোগান হলো, একটি মসৃণ যাত্রার প্রত্যাশায় শান্তিময় এক ভ্রমণ।

কী আছে এই বিশেষ ট্রেনটিতে?

ট্রেনটির আকর্ষণীয় দিকগুলো হলো দু’পাশে বিশাল ত্রিভুজাকৃতির জানালা মেঝে হতে ছাদ পর্যন্ত বিস্তৃত। আরামদায়ক আসন। যাত্রীদেরকে ট্র্যাকের সঙ্গে দৃশ্যপটগুলো দেখার সুযোগ করে দিচ্ছে। ট্রেনের বাবুর্চিরা যাত্রীদের পছন্দমাফিক সুস্বাদু সব মৌসুমি খাবার পরিবেশন করবেন।

যাত্রীদের পানীয়র সঙ্গে পিয়ানোর সুরও শোনানো হবে নৈশভোজের পর। ফায়ারপ্লেসের পাশে বসে উষ্ণতা নেওয়ার সুযোগ তো রয়েছেই।

এই বিলাশবহুল ট্রেনযাত্রা টোকিও হতে শুরু হয়ে শেষ হবে জাপানের সবচেয়ে উত্তরের দ্বীপ হোক্কাইডোতে গিয়ে। আবার সেখান থেকে ফিরতি ট্রেনও রয়েছে। উদ্বোধনী পর্যায়ে সম্প্রতি ট্রেনটি ৩৩ জন যাত্রী নিয়ে যাত্রা করে সফলভাবে গন্তব্যে পৌঁছায়।

জানান রেলওরেয় কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিটের দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও যাত্রীদের আগ্রহের কোনো রকম কমতি দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আগামী বছরের মার্চ পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে।

উল্লেখ্য, ‘শিকি শিমা’ ছাড়াও জাপানে ২০১৩ সালে কিয়ুশু রেলওয়ে তাদের ‘সাত তারকা’ মানের একটি সেবা শুরু করে। এই ট্রেনে পিয়ানো, পানশালা, বিলাসবহুল স্যুইট কোনো কিছুরই যেনো কমতি নেই। শুধু তাই নয়, ওয়েস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ আগামী জুনের দিকে ঘুমানোর উপযোগী অত্যাধুনিক ‘টোয়াইলাইট এক্সপ্রেস মিজুকাজে’ ট্রেন চালু করার ঘোষণা দিয়েছে।

This post was last modified on এপ্রিল ১১, ২০১৮ 9:38 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে