The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এমপি নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে আহতদের হাসপাতালে আনলেন!

কালীগঞ্জ উপজেলার বৈশাখী তেল পাম্প সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৩জন নিহত ও ৩০ জন আহত হন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে এলেন। গত বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

এমপি নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে আহতদের হাসপাতালে আনলেন! 1

জানা যায়, ওইদিন কালীগঞ্জ উপজেলার বৈশাখী তেল পাম্প সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৩জন নিহত ও ৩০ জন আহত হন। এরমধ্যে দশজনের অবস্থা ছিলো আশঙ্কাজনক। এই সময় উদ্ধার কাজে অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর হতে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের সোনালী লিখন নামের একটি বাস (পাবনা-বা-১১-০০৭৮) দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে ফেলে। এই সময় বাসটি একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে পাশের একটি কড়ইগাছে ধাক্কা লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উদ্ধার কাজে স্থানীয় জনতা এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তিনি নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কালীগঞ্জ হতে যশোর হাসপাতালে নিয়ে আসেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা জানান, হাসপাতালে আনা হয় প্রায় ৩০ জনকে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...