The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রবিবার হতে পবিত্র রমজান শুরু

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (শুক্রবার) রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রবিবার হতে রোজা শুরু হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দিয়েছে।

রবিবার হতে পবিত্র রমজান শুরু 1

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

প্রথম রোজায় ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় শনিবার রাত ৩টা ৪১ মিনিট ও ইফতারক প্রথম রমজান (রবিবার) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। সেইসঙ্গে কাল (শনিবার) রাতেই এশার নামাজের পর শুরু হবে তারাবির নামাজ।

রমজান ইসলাম ধর্মের পবিত্র একটি মাস। এই মাসে সিয়াম সাধনার একমাস পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...