The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

এনটিভি’র ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার ১ম দিন [ঈদের দিন]

আজ ঈদুল ফিতরের দিনের এনটিভির অনুষ্ঠানসূচি জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এনটিভি ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ (ঈদের দিন) রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। দেখে নিন আজকের অনুষ্ঠানসূচি।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: জোর করে ভালাবাসা হয় না

এনটিভিতে ঈদের দিন সকাল ১০.০৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জোর করে ভালাবাসা হয় না’। শাহাদাত হোসেন লিটনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, সাহারা, নিপুন ও মিশা সওদাগর প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম: দ্য পেইন্টার

এনটিভিতে ঈদের দিন দুপুর ২.২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘দ্য পেইন্টার’। শীবু কুমার শীলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন- পার্থ বড়–য়া, কনিনিকা ব্যানার্জী (ভারত) প্রমূখ। ‘এক সময়ের সাড়া জাগানো আর্টিস্ট হাসান কবির অনেক বছর ধরে কোন ছবি আঁকেননি। ২৫ বছর আগে একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শণীতে তার একটি ছবি প্রথম স্থান অধিকার করার পরে একজন বিদেশী খুব চড়া দামে ছবিটি কিনে নিয়ে যান। আর তারপর থেকেই হাসান আড়ালে চলে যান। অন্যদিকে, তনু একটি সংবাদপত্রে কাজ করেন। তার উপরই দায়িত্ব পরে হাসান কবীরের নি:সঙ্গ ও রহস্যময় জীবন নিয়ে একটি ধারাবাহিক ফিচারের। বেশকিছুদিন ঘোরাঘুড়ি করে অবশেষে এক বৃষ্টির দিনে তনু দেখা পায় হাসানের। তনুকে একটি শর্ত দিয়ে সা¶াৎকার দিতে রাজি হয়ে যান হাসান কবীর। কী সেই শর্ত আর কেনই বা এই রহস্য!’

বিশেষ সঙ্গীতানুষ্ঠান: জেমসের সঙ্গে কিছুক্ষণ

এনটিভিতে ঈদের দিন বিকেল ৫.১৫ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘জেমসের সঙ্গে কিছু¶ণ’। কাজী মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ নূর“জ্জামানের যৌথ প্রযোজনায় এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে সঙ্গীতশিল্পী জেমসের জনপ্রিয় গানগুলো দিয়ে।

৭ পর্বের ধারাবাহিক রূপকথার গল্প: ডালিমকুমার

এনটিভিতে ঈদের দিন সন্ধ্যা ৬.১০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক রূপকথার গল্প ‘ডালিমকুমার’র প্রথম পর্ব। চিত্রনাট্য ও পরিকল্পনা করেছেন এস এম সালাহউদ্দিন। এ আর বেলালের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালনা করেছেন এটিএম মাকসুদুল হক। অভিনয়ে তানভীর খান, তানজিন তিশা, অভিক রায়হান, এস ডি তন্ময়, সায়েদা শিলা, পলাশ, তানিয়া প্রমূখ। ‘এক দেশে ছিল এক দুখী রাজা। তার কোন সন্তান ছিলনা। একদিন রাজা এক কচ্ছপকে ফাঁদ থেকে বাঁচায়। পরী রানী জীবের প্রতি রাজার এই মহানুভবতা দেখে একটা ফল উপহার দিয়ে তিন রানীকে তিন অংশ খাওয়াতে বলে। তারপর ছোট রানির কোলজুড়ে আসে এক সৌভাগ্যবান ফুটফুটে কন্যাসন্তান। ধবল রাজ্যের রাজা-দানব রাজের চোখ পড়ে হুররে সানজানার উপর। সে বহু বছর ধরে যজ্ঞ সাধনা করছিল তার অমরত্ব লাভের জন্য। মহা পূর্ণিমা রাতে যদি সে আঠারো বছর বয়সের কোন রাজ কুমারিকে গ্রহণ করে তবেই তার অমরত্ব লাভ হবে। একদিন সে তার উদ্দেশ্য হাসিলের জন্য রাজকুমারীর বয়স আঠারো হওয়ার আগেই তাকে তুলে নিয়ে যায়। রাজকুমারিকে কোনভাবেই কেউ উদ্ধার করতে পারছিলনা। ঠিক তখন রাজকুমারী সানজানাকে উদ্ধার করতে ছুটে আসে আলী সান রাজ্যের মহাবীর যুবরাজ ডালিমকুমার।’

৭ পর্বের ধারাবাহিক নাটক: একটি পারিবারিক প্রেম কাহিনী

এনটিভিতে ঈদের দিন সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘একটি পারিবারিক প্রেম কাহিনী’র প্রথম পর্ব। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমির“ল হক চৌধুরী, ওয়াহিদা মলি­ক জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ। ‘দীপু তার দলবল নিয়ে নায়লাদের বাসায় এসেছে বাড়িটি দখল করবে বলে। শহরের এক নাম্বার সন্ত্রাসী খান তাকে এই কাজ দিয়েছে। নায়লার বাবা বাসায় ছিলোনা, তবুও সে উপায় না দেখে বাড়ি ছাড়তে রাজি হয়, তবে সে সাতদিন সময় চায়। সাতদিনের নোটিশ দিয়ে চলে যায় দীপু। বাসায় ফিরেই দীপু তার বাবার সামনে পরে। বাবার সামনে সে ভদ্র ও বিনয়ী। বাবা ঘোষণা দেন, সে আজই দীপুর জন্য মেয়ে দেখতে যাবেন। বাধ্য ছেলের মতো দীপু বাবার সাথে মেয়ের বাড়ি যায়, যে বাড়িতে সে আজ সকালে গুন্ডা পান্ডা নিয়ে এসেছিলো!’

ভালবাসার কবিতা উৎসব: ১৩৩৩

এনটিভিতে ঈদের দিন রাত ৮.০৫ মিনিটে প্রচার হবে ভালবাসার কবিতা উৎসব শিরোনামের বিশেষ নাটক ‘১৩৩৩’। জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। অভিনয় করেছেন- এফ এস নাঈম, নুসরাত ইমরোজ তিশা প্রমূখ। ‘শফিক গণিতবিদ। কক্সবাজারের আবহাওয়া অফিসে ছোট একটা চাকরি করে। দীর্ঘদিন ধরে কাজ করছে অভিকর্ষ তরঙ্গ নিয়ে। শফিক মনে করে সে একটা গুর“ত্বপূর্ণ সাফল্যের দোরগোড়ায়। এমন সময় তার সঙ্গে দেখা হয় সুজাতার সাথে। কিছুদিন বেশ কাটে সুজাতার সাথে। কিন্তু একদিন বিচ্ছেদের বেলা আসে। সুজাতাকে চলে যেতে হয়। শফিক আবারো একা হয়। কিন্তু একদিন হঠাৎ সুজাতা আবার ফিরে আসে নতুন ভাবে।’

ক্রিকেট নিয়ে সেলিব্রেটি শো: খেলা খেলা সারাবেলা

এনটিভিতে ঈদের দিন রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে ক্রিকেট নিয়ে সেলিব্রেটি শো ‘খেলা খেলা সারাবেলা’র প্রথম পর্ব। তৌহিদা শাবণ্য’র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নূর“জ্জামান। আমাদের দেশের জনপ্রিয় দু’জন ক্রিকেটার সৌম্য সরকার ও তাসকিন আহমেদ এবং জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নুর ও আমব্রিনকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে তুলে ধরা হয়েছে ক্রিকেটাদের মাঠের ও মাঠের বাহিরের নানা বিষয় এবং উপস্থাপকদের ক্রিকেট নিয়ে উপস্থাপনার মজার মজার অভিজ্ঞতার কথা। একজন বোলার হিসেবে তাসকিন একজন ব্যাটসম্যনকে কীভাবে মোকাবেলা করেন অথবা সৌম্য সরকার একজন ব্যাটসম্যান হিসেবে একজন বোলারকে কীভাবে মোকাবেলা করেন। মাঠের বাইরে ভক্তদের কীভাবে মোকাবেলা করেন। একইভাবে উপস্থাপদের ¶েত্রেও অনেক মজার মজার বিষয় তুলে ধরা হয়েছে।

৭ পর্বের ধারাবাহিক নাটক: আল্টিমেটাম

এনটিভিতে ঈদের দিন রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আল্টিমেটাম’র প্রথম পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- রিয়াজ, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, আব্দুল­াহ রানা, শর্মীমালা, রিফাত চৌধুরী, মুকুল সিরাজ, সিফাত শাহ্রীন প্রমূখ। ‘অপ্রিয় সত্য কথা বলার জন্য লোকমান হাকিমের চাকরি চলে গেছে। ভান ধরতে না পারার কারণে ব্যবসা-বাণিজ্য কোনও কিছুতেই সে সফল হতে পারেনি। লোকমান হাকিমের চলাফেরায়, আচার-আচরণে বন্ধু-বান্ধব, আত্মীয়-¯^জন এমনকি নিজের স্ত্রী পর্যন্ত মহা বিরক্ত। স্ত্রী আকলিমা এবার সিদ্ধান্ত নিয়েছে, এভাবে আর সংসার করবেনা। পারিবারিক সভা বসে। লোকমান হাকিমকে আলটিমেটাম দেওয়া হয়। লোকমান হাকিম ভালো মানুষ কিন্তু এতো বোকা হলে তো চলবে না। বউ তাকে চালাক হবার ট্রেনিং দেয়। লোকমান হাকিম কি শেষবারের সুযোগটি কাজে লাগাতে পারবে? ভালো মানুষ যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আকলিমা কি সেটা জানে না?’

বিশেষ নাটক: লাইফ ইজ কালারফুল

এনটিভিতে ঈদের দিন রাত ১১.১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘লাইফ ইজ কালারফুল’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, আশনা হাবিব ভাবনা, মাসুদ হার“ন প্রমূখ। ‘হাসিখুশী সহজ সরল বেলায়েত বিকেলবেলা কক্সবাজার সৈকতে ছবি তুলে টাকা উপার্জন করে। একদিন ছবি তুলতে গিয়ে দেখে দূরে একটা মেয়ে চুপ হয়ে বসে আছে, নাম নীলাঞ্জনা। বেলায়েত তার কাছে যেয়ে হাসি মুখে ছবি তোলার কথা বললে নীলাঞ্জনা ছোট্ট করে একটা হাসি দিয়ে না বলে দেয়। এভাবে দ্বিতীয় দিও যায়। তৃতীয় দিনে নীলাঞ্জনা বেলায়েতের কাছে জানতে চায়, আপনি কি ছবি তুলে মানুষের জীবন বদলে দিতে পারেন। বেলায়েত বলে, লাইফ ইজ নট বিউটিফুল, লাইফ ইজ কালারফুল।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali