The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দানব এক মাগুর মাছ: ১২৫ কেজি যার ওজন!

ওই বিশাল আকারের মাগুর মাছটি ধরার পর বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল এক দানব আকাকের মাগুর মাছ ধরা পড়েছে। যার ওজন ১২৫ কেজি! এই বিশাল আকারের মাগুর মাছটি পাওয়া গেছে ভারতের উত্তরাখণ্ডের ম্যানিলা গ্রামে।

দানব এক মাগুর মাছ: ১২৫ কেজি যার ওজন! 1

ওই বিশাল আকারের মাগুর মাছটি ধরার পর বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়। তাদেরকে ঘিরে মহা উৎসব শুরু হয়েছে গ্রামবাসীদের মধ্যে। এমন ছবি দেখে হতবাক হয়ে গেছেন বন বিভাগের কর্তারা। তারা বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, এতো বড় মাছ এলো কোথা থেকে?

সম্প্রতি ১২৫ কেজি ওজনের একটি দানব আকারের মাগুর ধরা পড়েছে সেখানকার জেলেদের জালে। গ্রামবাসীরা জানিয়েছেন, নদীতে মাছ ধরার সময় ধরা পড়েছে ওই বিশাল মাগুর মাছটি।

উত্তরাখণ্ডের আলমোরা ফরেস্ট রেঞ্জের এক বনকর্তা জানিয়েছেন যে, করবেট জাতীয় উদ্যানের কাছে রামগঙ্গা নদীতে সন্ধান পাওয়া যায় ওই বৃহৎ মাগুর মাছের। মাংসাশী ওই মাছ দৈর্ঘ্যে প্রায় দু’মিটারের মতো। মাগুরের অন্যান্য প্রজাতির হতে ওজনে প্রায় দ্বিগুণ এটির। স্থানীয় ভাষায় এই মাছগুলিকে গুনচ বলা হয়ে থাকে। সাধারণত খুব বড় পুকুর কিংবা নদীতে এদের দেখা যায়। বর্ষাকালে ডিম পাড়ার জন্য এরা পাড়ের খুব কাছাকাছি চলে আসে।

Loading...