The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হুয়াওয়ের বাজারে আনছে নতুন ফোন

সম্প্রতি চীনের বাজারে ফোনটি উন্মোচন করা হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্রান্ড হনার একটি নতুন ফোন বাজারে আনতে চলেছে। নতুন এই ফোনটির মডেল হনর ভি নাইন প্লে।

হুয়াওয়ের বাজারে আনছে নতুন ফোন 1

হুয়াওয়ের নতুন এই ফোনটিতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। সম্প্রতি চীনের বাজারে ফোনটি উন্মোচন করা হয়েছে।

নতুন এই ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে আরও রয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত নতুন এই ফোনটিতে হনরের নিজস্ব ইউজার ইন্টারফেস ইএমইউআই ৫.১ লেয়ার ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

নতুন ফোনটিতে ছবির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও থাকছে নতুন এই ফোনটিতে।

মিডিয়াটেক এমটি৬৭৫০ প্রসেসর সম্বলিত হনরের নতুন এই ফোনটিতে মালি টি৮৬০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকছে। ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

জানা গেছে, নতুন এই ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে ১২ সেপ্টেম্বর হতে। হুয়াওয়ের নতুন ফোনটির মূল্য ধরা হয়েছে ১১১৯ ইয়েন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...