দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৃত্যু অনিবার্য একটি বিষয় সেটি সকলের জানা। মানুষ মারা যাওয়ার পর আর তাকে ঘরে রাখা হয় না। সেটি দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কিন্তু এক ব্যক্তি সেই নিয়মকে তোয়াক্কা না করে এক বছর বাড়িতেই রাখলেন মা এবং ভাইয়ের লাশ!
ওই ব্যক্তির বাড়িতেই মারা যায় তার মা ও যমজ ভাই। এরপর তাদের লাশ সৎকার করার ব্যবস্থা বা আত্মীয়-স্বজনদের খবর দেওয়ার উদ্যোগ কোনোটিই করননি ওই ব্যক্তি।
এভাবেই কেটে গেছে প্রায় একটি বছর। এমনই এক ঘটনার খবর পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে।
এমন ঘটনা ঘটিয়েছেন রবার্ট কুয়েফলার নামে ওই ব্যক্তি। তবে ঠিক কি কারণে তিনি তাদের লাশ এতোদিন ঘরে সংরক্ষণ করেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যে, মানসিকভাবে অসুস্থ থাকার কারণেই তিনি এমন একটি কাজ করেছেন।
কেনো এমন কাজ করেছেন? এ প্রশ্নের জবাবে রবার্ট বলেছেন, ‘আমরা মা-ভাই মারা যাওয়ার পর আমি খুবই আঘাত পেয়েছিলাম। আপনি এমন ঘটনায় কী করতে পারেন?’
জানা গেছে, স্থানীয় পুলিশের ক্যাপ্টেন ডেলে হ্যাগার বলেছেন, ৬০ বছর বয়সী কুয়েফলারকে আটক করা হয়েছে। মৃতদেহ বিকৃতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ বলেছে যে, মারা যাওয়ার পর কুয়েফলার তার ভাইয়ের দেহ সরিয়েছে। তবে প্রাথমিক তদন্তে তার মা ও ভাই স্বাভাবিকভাবোই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
মারা যাওয়ার পর হতে কুয়েফলারের বাড়িতে নিরবতা নেমে এসেছিল। যে কারণে তিনি বাড়ির বাগানের পরিচর্যা করেননি। বাড়িতে তাদের উপস্থিতিও দেখা যায়নি। বাড়িটি অনেকটা পরিত্যক্ত বাড়িতে রূপ নিয়েছিল। বিষয়টি এক প্রতিবেশী ব্যক্তি লক্ষ্য করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ বাড়িতে গিয়ে ওই ব্যক্তি গ্রেফতার ও ঘটনা উদঘাটন করতে সমর্থ হয়।