স্যাটেলাইট ছবিতে ‘২৮৮ রোহিঙ্গা গ্রাম পোড়ানোর চিহ্ন’ পাওয়া গেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার স্যাটেলাইটের ছবি প্রকাশ করা হয়েছে। তাতে ‘২৮৮ রোহিঙ্গা গ্রাম পোড়ানোর চিহ্ন’ পাওয়া গেছে। এ কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মাত্র এক মাসের মধ্যে ২৮৮টি রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়ার প্রমাণ পাওয়ার তথ্য দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর এখন পর্যন্ত এই তথ্যই পাওয়া গেছে।

স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ওই মানবাধিকার সংস্থাটি বলেছে, গত ২৫ অগাস্ট হতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ওইসব গ্রামের হাজার হাজার বাড়ি আংশিক কিংবা পুরোপুরি ভষ্মীভূত হয়েছে, যে বাড়িঘরগুলোর বাসিন্দা ছিলেন মূলত রোহিঙ্গা মুসলমানরা।

গতকাল (মঙ্গলবার) এইচআরডব্লিউর এক প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম উপগ্রহ হতে পাওয়া ছবি বিশ্লেষণ করে দুটি বিষয় তাদের কাছে স্পষ্ট হয়।

একটি হলো প্রথমত, সেনা অভিযানের মধ্যে এই জ্বালাও-পোড়াওয়ের মূল লক্ষ্যই ছিলো রোহিঙ্গাদের গ্রাম। স্যাটেলাইট ছবিতে এমন অনেক স্থান দেখা গেছে, যেখানে রোহিঙ্গা গ্রামের ধ্বংসাবশেষের পাশেই রাখাইনের বৌদ্ধদের গ্রাম রয়েছে পুরোপুরি অক্ষত।

আর দ্বিতীয়ত, মিয়ানমার সরকার সেনা অভিযান বন্ধ হয়েছে বলে দাবি করলেও তারপরও নতুন নতুন গ্রাম জ্বলতে দেখা গেছে স্যাটেলাইটের এই ছবিতে।

মিয়ানমারের নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক চাপের মুখে গত ১৮ আগস্ট প্রথমবারের মতো রোহিঙ্গা সঙ্কট নিয়ে ভাষণ দিতে এসে দাবি করেন যে, ৫ সেপ্টেম্বরের পর রাখাইনে আর কোনো দমন অভিযান চালানো হয়নি।

তবে এইচআরডব্লিউ বলেছে যে, ৫ হতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬৬টি গ্রাম জ্বালিয়ে দেওয়ার প্রমাণ তাদের হাতে থাকা স্যাটেলাইট ছবিতেই রয়েছে।

রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে সমন্বিত হামলার পর ২৫ আগস্ট হতে সেনাবাহিনীর এই দমন অভিযান শুরু হয়, এটিকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে স্বয়ং জাতিসংঘ।

অপরদিকে মিয়ানমার সরকার ওই হামলার জন্য রোহিঙ্গা গেরিলাদের একটি দলকে দায়ী করছে। সেনাবাহিনীর এই দমন অভিযানকে তারা বলছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই’!

এইচআরডব্লিউর এশিয়া বিভাগের উপ-পরিচালক ফিল রবার্টসন এক বিবৃতিতে বলেছেন, রাখাইনের সাড়ে ৫ লাখ রোহিঙ্গা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কেনো পালিয়ে বাংলাদেশে গেছে, ওই স্যাটেলাইট ছবিতেই তা স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে “বার্মিজ মিলিটারি শয়ে শয়ে রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিয়েছে। হত্যা, ধর্ষণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে তারা। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পালাতে বাধ্য হয়েছে।”

এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের মংডু, রাথেডং এবং বুচিডং এলাকার স্যাটেলাইট ছবি হতে ৮৬৬টি গ্রামের তথ্য তারা বিশ্লেষণ করে দেখেছেন। তারমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মংডু এলাকা। ওই এলাকার ৬২ শতাংশ গ্রাম আংশিক কিংবা পুরোপুরি ভষ্মীভূত হয়েছে অভিযানের এই এক মাসের মধ্যে। মংডুর দক্ষিণাঞ্চলে ৯০ শতাংশ গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে যে, কোনো কোনো স্যাটেলাইট ছবিতে বিভিন্ন এলাকায় একইসঙ্গে আগুন জ্বলার চিহ্নও পাওয়া গেছে। কোনো কোনো এলাকা জ্বলতে দেখা গেছে টানা বেশ কয়েক দিন ধরে।

এইচআরডব্লিউ বলেছে, মিয়ানমার সরকার গ্রামে গ্রামে এই নাশকতার জন্য বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং স্থানীয় রোহিঙ্গাদের দায়ী করে এলেও ওই দাবির পক্ষে কোনো প্রমাণ কখনও দেখা যায়নি।

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া শতাধিক রোহিঙ্গার সাক্ষাতকার নেওয়ার কথা জানিয়ে মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, হামলা, লুটপাট, অগ্নিসংযোগের পেছনে রোহিঙ্গাদের দায়ী করেননি ওই সাক্ষাৎকারদাতাদের কেওই।

এইচআরডব্লিউর বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের গ্রামে গ্রামে যে মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত মিয়ানমার সরকার করেনি, এমনকি কাওকে বিচারের মুখোমুখিও করা হয়নি!

এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, “এই অবস্থায় জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে রাখাইনে তদন্ত করার সুযোগ দেন।”

এইচআরডব্লিউর বিবৃতিতে আরও বলা হয়, “সেইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের ওপর অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করতে হবে। রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের পেছনে মিয়ানমারের যে সেনা কর্মকর্তারা রয়েছেন, তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের পদক্ষেপও নিতে হবে। মিয়ানমারের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতাও বন্ধ করতে হবে জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্রকে।”

এইচআরডব্লিউর এশিয়া বিভাগের উপ-পরিচালক ফিল রবার্টসন বলেছেন, “বার্মায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ও বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে লাখ লাখ মানুষের দুর্দশা একই মুদ্রার দুই পিঠ। রোহিঙ্গা নির্যাতন বন্ধের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে, সেইসঙ্গে সবার কাছে যেনো জরুরি সহায়তা পৌঁছায় সেটিও নিশ্চিত করতে হবে সকলকে।”

This post was last modified on অক্টোবর ১৮, ২০১৭ 10:42 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রজঃনিবৃত্তির সময় আসার পূর্ব থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে হবে যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগ যুগ ধরে সব মহিলার ক্ষেত্রেই তো একই রকম ঘটনা…

% দিন আগে

এনার্জিপ্যাক কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার: ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর…

% দিন আগে

বেসিস নির্বাচন ২০২৪: ‘ওয়ান টিম’কে সমর্থনের আহ্বান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস নির্বাচনের শেষপ্রান্তে এসে এবারের বেসিস নির্বাচনে ওয়ান টিম তাদেরকে…

% দিন আগে

‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে ওয়েব…

% দিন আগে

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে