The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

একজন পাইলট নিজ বাড়ির ছাদেই বানালেন উড়োজাহাজ!

নিজ বাড়ির ছাদে উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের তরুণ পাইলট আমোল যাদব

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাইলটের কাজ উড়োজাহাজ চালানো, বানানো নয়। তবে এবার একজন পাইলট নিজের বাড়ির ছাদেই বানিয়ে ফেললেন উড়োজাহাজ! ভারতের মুম্বাইয়ে ঘটেছে এমন একটি ঘটনা।

একজন পাইলট নিজ বাড়ির ছাদেই বানালেন উড়োজাহাজ! 1

বিবিসির এক খবরে বলা হয়েছে, নিজ বাড়ির ছাদে উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের তরুণ পাইলট আমোল যাদব।

খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের এই পাইলট আজ হতে ৭ বছর পূর্বে তার পরিবার ও বন্ধুদের ঘোষণা করেছিলেন তিনি একদিন উড়োজাহাজ বানাবেন। এবার সত্যিই উড়োজাহাজ তৈরি করে প্রমাণ করে দিলেন তিনি যা বলেছেন তা সত্যি সত্যিই করে দেখিয়েছেন। আর এই কাজটি করেছেন তার নিজ বাড়ির ছাদে।

জানা গেছে, আমোল যাদবের পরিবারের সদস্যের সংখ্যা ১৯। এই পরিবারের সবাই বাস করে মুম্বাইয়ের একটি ৫তলা বাড়িতে। যে বাড়িতে কোনো লিফট নাই।

উড়োজাহাজ বানাতে গিয়ে যন্ত্রপাতি , লেদ মেশিন, কমপ্রেসর, ঝালাই এর মেশিন ও একটা ১৮০ কেজি ওজনের ইঞ্জিনসহ সবকিছু বাড়ির সরু সিঁড়ি বেয়ে উঠিয়েছেন ৬ তলার ছাদের ওপর! এভাবেই তিনি এক সময় শুরু করে দেন তার উড়োজাহাজের কাজ।

একটা টেনিস কোর্টের অর্ধেকেরও ছোট হবে এমন মাপের সেই ছাদে নিজের দলবল নিয়ে শীত-গ্রীষ্ম-বর্ষা নির্বিশেষে কাজ করেছেন আমোল যাদব। অবশেষে গত বছর তৈরি হয় তার ৬ আসনের সত্যিকারের উড়োজাহাজ।

আমোল যাদব বলেন, তার এই উড়োজাহাজের ইঞ্জিন এতো শক্তিশালী যে, সে প্রায় ৩,৯২০ মিটার (১৩ হাজার ফিট) উঁচুতেও উঠতে পারে। একবারে প্রায় ২ হাজার কিমি দূরত্ব পথ পার হবার মতো জ্বালানি রাখা যায় এই উড়োজাহাজের ট্যাংকে।

৪১ বছর বয়সী আমোল যাদব বলেছেন, ‘এরপর আমাদের কাজ ছিলো প্লেনটিকে মাটিতে নামিয়ে আনা ও সবাইকে দেখানো।’

ভারত সরকার ‘মেক ইন ইন্ডিয়া’ নামে এক প্রদর্শনীর আয়োজন করে যেখানে আমোল সেখানে তার উড়োজাহাজ দেখানোর আবেদন করেন আয়োজকদের কাছে। তবে মেলেনি অনুমতি। আয়োজকরা বলেছিলেন যে, এই উড়োজাহাজটি প্রদর্শনের মতো যথেষ্ট পরিমাণ জায়গা তাদের নেই।

এরপর বড় ভাইদের সহায়তায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে ঘরে বানানো উড়োজাহাজের উপকারিতা বিষয়ে একটি আলোচনা করে বান্দ্রার কনভেনশন মাঠে একটু জায়গা জোগাড় করে নেন তিনি।

এবার সেই বিমানটি মাঠে পৌঁছানোর জন্য ওই উড়োজাহাজের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ খুলে আলাদা করে নিয়ে রাস্তায় নামানো হলো।

সেখানে দুটো ট্রাক অপেক্ষমান ছিলো। সেখান থেকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হলো প্রদর্শনীর মাঠে ও তারপর আবার জোড়া লাগানো হলো।

কয়েক ঘণ্টা পর প্রদর্শনী শুরু হওয়ার পর কৌতূহলী দর্শকরা ভিড় করে হুমড়ি খেয়ে পড়েন আমোলের ‘ঘরে বানানো উড়োজাহাজ’ এর উপর। সেই ভিড়ের মধ্যে ছিলেন ভারতের বিমান চলাচল মন্ত্রী এবং বড় বড় নেতা ব্যবসায়ীরাও।

আমোল যাদব বলেছেন, ভারতের প্রথম নিজস্ব উড়োজাহাজ বানানোর জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। বিনিয়োগকারীরাও যথেষ্ট উৎসাহী বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় বিজেপি সরকার ১৯ আসনবিশিষ্ট উড়োজাহাজ বানাতে কারখানা স্থাপনের জন্য ১৫৭ একর জমি বরাদ্দ করবে বলেও জানিয়েছেন আমোল যাদব।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali