Categories: জ্ঞান

হেনরি পিটারসন মাত্র ১৩ বছর বয়সেই একজন সফল লেখক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হেনরি পিটারসন নামে এক ১৩ বছর বয়সী শিশু একজন সফল লেখক হওয়ার গৌরব অর্জন করেছেন! ইতিমধ্যে তার লেখা বই সারাবিশ্বে বিক্রি শুরু হয়েছে। ‘ইয়াং অ্যান্ড মাইটি’ নামে একটি প্রতিষ্ঠানও খুলেছেন পিটারসন!

বর্তমানে হেনরি পিটারসনের বয়স মাত্র ১৩! অথচ ইতিমধ্যে তার লেখা বই সারাবিশ্বে বিক্রি শুরু হয়েছে। ‘ইয়াং অ্যান্ড মাইটি’ নামে একটি প্রতিষ্ঠানও খুলেছেন এই খুদে লেখক পিটারসন!

মাত্র ৯ বছর বয়সেই নিজের লক্ষ্য স্থির করে নেয় ব্রিটেনের শিশু হেনরি পিটারসন। ১৩ বছর বয়সের মধ্যেই হয়ে যান সফল। হেনরি পিটারসন গল্প লেখেন। বইগুলো বেশ বিক্রিও হয়। বইয়ের চরিত্রগুলো অনেক জনপ্রিয়। এমনকি এসব চরিত্র এখন বইয়ের মলাটের মধ্যেই বন্দি নেই। বিভিন্ন পণ্য কিংবা খেলনার ওপর আঁকা হচ্ছে এসব চরিত্রগুলো।

হেনরি পিটারসনের এই কীর্তিতে ভারজিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন রীতিমতো মুগ্ধ হয়েছেন। মাত্র ১৩ বছর বয়সেই পিটারসনের সফল উদ্যোক্তা হয়ে ওঠার কথা জানিয়েছেন ব্র্যানসন তাঁর নিজের ওয়েবসাইটটিতে।

হেনরি পিটারসন গল্পের বই লেখেন। পিটারসন ‘অ্যাডভেঞ্চার অব শেরব ও পিপ’ নামে একটি বই লিখেছেন। এই বইয়ের সব চরিত্র ব্যাগ, ওয়াশ ব্যাগ, নরম খেলনাতেও দেখা যায়।

ব্র্যানসন লিখেছেন, “আমি আরও অবাক হয়েছি এটা জেনে যে, যুবকদের উৎসাহিত ও চিন্তাচেতনা শেয়ার করার জন্য ‘ইয়াং অ্যান্ড মাইটি’ নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। ওর কাজের একটা মূলনীতিও রয়েছে, আর তা হলো ‘অনুরাগকে সম্ভাবনায় রূপ দাও’।”

ব্র্যানসন বলেছেন, ‘আমার কাছে বয়সের কোনো গুরুত্বই নেই। বয়স শুধু একটি সংখ্যামাত্র। বয়সের দোহাই দিয়ে নিজেকে থামিয়ে রাখা মোটেও উচিত নয়। ১৬ বছর বয়সে আমি স্কুল ছাড়ি ও আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে স্টুডেন্ট ম্যাগাজিনে কাজ শুরু করে দেয়। এরপর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি আমার স্বপ্নের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম সব সময। আমার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয় ছিল এই যে, আমার বাবা-মা আমার উদ্যোগটিকে গ্রহণ করেন এবং আমার উদ্যোগ বাস্তবায়নে সাহায্যও করেন। আমার উদ্যোগ বিফলে যায়নি এটি পরবর্তী প্রজন্মকে বিশেষভাবে প্রভাবিত করেছে বলেই আমি মনে করি। সম্প্রতি ১৩ বছর বয়সী উদ্যোক্তা হেনরি পিটারসনের সঙ্গে দেখা হয়। হেনরির বয়স যখন ৯ বছর, তখন সে তার লক্ষ্য নির্ধারণ করে ফেলে। আমি তার চিন্তাচেতনায় সত্যিই মুগ্ধ হয়েছি।’

ব্র্যানসন আরও বলেন, ‘মূলত তুমি যদি বুঝতে পারো কোনটা তুমি পারো বা পারবে, তাহলে তুমি পর্বতকেও জয় করতে পারবে।’ লেখক হেনরি পিটারসন সম্পর্কে এমন মন্তব্য আসার পর বিশ্বব্যাপী যেনো ছড়িয়ে পড়েছে হেনরি পিটারসনের কথা।

This post was last modified on নভেম্বর ১২, ২০১৭ 11:49 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…

% দিন আগে

ব্র্যাক ব্যাংক এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বেসিসের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…

% দিন আগে

৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…

% দিন আগে

অবার এক প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পিরিয়ডকালীন কী ধরনের খাবার খেলে রক্তাল্পতার ঝুঁকি এড়ানো যাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…

% দিন আগে

এবার আসছে পারমাণবিক ব্যাটারি: চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলার অবসান ঘটতে চলেছে।…

% দিন আগে