The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ডাইনোসরসদৃশ প্রাণীর মৃতদেহ উদ্ধার হয়েছে ভারতে!

২৮ সেন্টিমিটার লম্বা মৃত প্রাণীটি দেখতে অবিকল ছোট আকারের ডাইনোসরের মতোই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডাইনোসরসদৃশ প্রাণীর মৃতদেহ উদ্ধার হয়েছে ভারতে! দেশটির উত্তরখণ্ডের জসপুরে সম্প্রতি ডাইনোসরের মতো দেখতে একটি মৃত প্রাণীর সন্ধান পাওয়া যায়। যার হাড়গোড়ে এখনও মাংস বিদ্যমান রয়েছে!

ডাইনোসরসদৃশ প্রাণীর মৃতদেহ উদ্ধার হয়েছে ভারতে! 1

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জসপুরের একটি পরিত্যক্ত সাবস্টেশনে এর নমুনাটি পাওয়া যায়। গত ৩৫ বছর ধরে এই বৈদ্যুতিক সাবস্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ২৮ সেন্টিমিটার লম্বা মৃত প্রাণীটি দেখতে অবিকল ছোট আকারের ডাইনোসরের মতোই।

বিজ্ঞানীদের বর্ণনায় এই ধরনের ডাইনোসর ৬৫ মিলিয়ন বছর পূর্বেই পৃথিবী হতে বিলুপ্ত হয়ে গেছে।

তবে নমুনাটি নিয়ে উত্তরখণ্ডের বন সংরক্ষক ড. পরাগ মধুকর এখনও কোনো রকম সিদ্ধান্তে উপনীত হতে নারাজ।

আরও বিশ্লেষণের জন্য নমুনাটিকে কুমাউন বিশ্ববিদ্যালয়ে ডিএনএ ও বয়স নির্ধারণে কার্বন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

ড. পরাগ মধুকর এক বিবৃতিতে বলেছেন, এই প্রাণীটি ডাইনোসর কিনা তা জানতে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

স্থানীয় সংবাদমাধ্যমে ভারতের জীবাশ্মবিদ্যার অধ্যাপক ড. আরায়ান কুমার বলেছেন, এটি অসম্ভব। প্রাগৈতিহাসিক প্রাণীর এমন মাংসসংবলিত নমুনা এভাবে সংরক্ষিত থাকা এক কথায় অসম্ভব ব্যাপার। তবে পরীক্ষা-নিরীক্ষা চালালে হয়তো প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...