The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার আসছে আবেগ মেশানো ড্রামা সিরিয়াল ‘কারবালা’

রক্তাক্ত কারবালা ময়দানের গল্প নিয়ে নির্মিত মেগা ধারাবাহিকটি ‘কারবালা’ প্রচারিত হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের টিভি চ্যানেলগুলো একের পর এক কাহিনীনির্ভর বিভিন্ন সিরিয়াল নিয়ে আসছে। এবার এসএ টিভি নিয়ে আসছে আবেগ মেশানো ড্রামা সিরিয়াল ‘কারবালা’।

এবার আসছে আবেগ মেশানো ড্রামা সিরিয়াল ‘কারবালা’ 1

গত বছর দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ছিল বিদেশি সিরিয়ালে ভরপুর। সে জন্য আন্দোলনেও নেমেছিল বিভিন্ন সংগঠন। তবে আন্দোলন, মানব বন্ধন সিরিয়াল বন্ধে করতে পারেনি। বরং সুলতান সুলেমানের পাশাপাশি আরও অনেকগুলো সিরিয়াল বাধা উপেক্ষা করে সম্প্রচার করেছে। আমাদের দেশের দর্শকরাও ঝুঁকে পড়ছে এসব সিরিয়ালের প্রতি।

এবার দেশের দর্শকদের জন্য আবেগ মেশানো ড্রামা সিরিয়াল ‘কারবালা’ নিয়ে আসছে এসএ টিভি। এই টিভিতে রক্তাক্ত কারবালা ময়দানের গল্প নিয়ে নির্মিত মেগা ধারাবাহিকটি ‘কারবালা’ প্রচারিত হবে।

আমরা সকলেই জানি ইসলাম বিস্তারে কারবালার ঘটনা শোকের এক বিশাল ইতিহাস। সেই ইতিহাসকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই ‘কারবালা’ সিরিয়ালটি। অনবদ্য কাহিনী নিয়ে ইরানে নির্মিত এই ধারাবাহিক নাটকের নাম ‘কারবালা কাহিনী’। দেশের খ্যাতিমান শিল্পীরা সিরিয়ালটির বিভিন্ন চরিত্রের বাংলা ডাবিং এ অংশ নিয়েছেন।

জানা গেছে, প্রতি সপ্তাহে রবিবার হতে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিট ও রাত ১১টায় সম্প্রচার করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...