দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা শুনে আশ্চর্য হতে পারেন। তবে বিষয়টি আসলেও সত্যি। আর তা হলো বিমান বন্দরে বৃষ্টির মতো ঝরলো সোনা! কিন্তু কেনো?
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, রাশিয়ার ইয়াকুতস্ক বিমানবন্দরে বৃষ্টির মতো ঝরে পড়তে দেখা গেছে কয়েক লাখ ডলার অর্থমূল্যের সোনা, প্লাটিনাম এবং মূল্যবান পাথরের প্রায় ২০০টি বার!
সম্প্রতি প্রায় ৯ টন মূল্যবান ধাতু নিয়ে নিম্বাস এয়ারলাইনসের AN-12 বিমানটি পূর্ব ইয়াকুতিয়ার ওই বিমানবন্দর হতে উড়াল দেওয়ার সময় এই ঘটনাটি ঘটে।
বিমানটির ‘কার্গো হ্যাচ’ নষ্ট থাকায় ওড়ার সঙ্গে সঙ্গেই সেটি ভেঙে যায়। সেটি পরে বিমান হতে পৃথক হয়ে যায়। এতে প্রায় এক-তৃতীয়াংশ সোনার বার নিচে পড়ে যায়। পরে বিমানটি পাশের ম্যাগ্যান বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে খবরে বলা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ তৎক্ষণাত বিমানবন্দরের ভেতরে চলাচল বন্ধ করে দেয়। এরপর ছড়িয়ে পড়া মূল্যবান ধাতুগুলো সংগ্রহ শুরু করে বিমান বন্দর কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, ইতিমধ্যে ১৭২টি বার উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় সাড়ে ৩ টন।
পুলিশের একটি সূত্র জানায়, সবগুলো বার উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ইয়াকুতস্ক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিতে কোনো সমস্যা ছিল না বলে দাবি করেছে। তারা বলেছেন, বিমানটি ওড়ার জন্য সম্পূর্ণভাবেই প্রস্তুত ছিল। আবার পরের বিমানবন্দরে এটি সফলভাবে অবতরণও করেছে।
This post was last modified on মার্চ ২১, ২০১৮ 8:45 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…