The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জাতিসংঘের তালিকায় রয়েছে পাকিস্তানের ১৩৯ সন্ত্রাসী

জাতিসংঘের করা সন্ত্রাসীদের আপডেট তালিকায় নতুন করে পাকিস্তানের সন্ত্রাসীর নাম উঠে এসেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতিসংঘের করা সন্ত্রাসের তালিকায় এবার উঠে এসেছে পাকিস্তানের ১৩৯ সন্ত্রাসীর নাম। গত মঙ্গলবার জাতিসংঘ সন্ত্রাসের তালিকা আপডেট করেছে।

জাতিসংঘের তালিকায় রয়েছে পাকিস্তানের ১৩৯ সন্ত্রাসী 1

জাতিসংঘের করা সন্ত্রাসীদের আপডেট তালিকায় নতুন করে ১৩৯ পাকিস্তানের সন্ত্রাসীর নাম উঠে এসেছে।

এবারের নতুন করে তালিকায় উঠে আসা পাকিস্তানিরা হলো, আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি, ভারতের দাউদ ইব্রাহিম, জামায়াত-দাওয়া প্রধান হাফিজ সাঈদ ও তার ডেপুটি আবদুস সালাম এবং জাফর ইকবাল।

জি নিউজে বলা হয়েছে, অপরদিকে নতুন সন্ত্রাসের তালিকায় থাকা সংঠনগুলো হলো: আল রশিদ ট্রাস্ট, হরকাতুল মুজাহিদিন, ওয়াফা হিউমেনিটেরিয়ান অর্গানাইজেশন, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, রবিতা ট্রাস্ট, উম্মাহ তামির নাউ, আল-হারমাঈন ফাউন্ডেশন, আফগান সাপোর্ট কমিটি, লস্কর-ই জংবি, ইসলামিক জিহাদ গ্রুপ, তেহরিক-ই-তালেবান-আল আক্তার ট্রাস্ট ইন্টারন্যাশনালসহ আরও কয়েকটি সংগঠনের নাম নতুন তালিকায় উঠে এসেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...