The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠক ১২ জুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যেকার দ্বিপক্ষীয় সাক্ষাতের দিন-ক্ষণ পূর্বেই নির্ধারিত হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠক ১২ জুন 1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যেকার দ্বিপক্ষীয় সাক্ষাতের দিন-ক্ষণ পূর্বেই নির্ধারিত হয়েছে। ১২ জুন সিঙ্গাপুরে ঐতিহাসিক এই বৈঠকে মিলিত হবেন দুই নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই। গত বৃহস্পতিবার এক টূইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প খবর জানান। একই টুইট বার্তায় বৈঠকটিকে বিশ্বশান্তির জন্য জন্য কার্যকর করার আশাবাদও ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।

ধারণা করা হচ্ছে যে, দুই দেশের মধ্যেকার এই শীর্ষ বৈঠকের কারণে ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর মধ্যে সামরিক উত্তেজনা অনেকখানি কমে আসবে। সেইসঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির সমাপ্তির শুরুও হতে পারে এই বৈঠকের কারণে।

উত্তর কোরিয়ায় আটক থাকা তিন আমেরিকানের মুক্তির কয়েক ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে এই ঘোষণাটি এলো।

Loading...