The Dhaka Times Desk পৃথিবীর বিস্তীর্ণ ভূমিতে এমন অনেক স্থান রয়েছে যার ঠিকানা নেই গুগলের কাছে। সবজান্তা গুগল সব জানলেও এসব জায়গা সমন্ধে নাকি কিছুই জানে না! আজ দেখে নিন এমন কোন জায়গার হদিস জানে না গুগল?
পৃথিবীর বিস্তীর্ণ ভূমিতে এমন অনেক স্থান রয়েছে যার ঠিকানা নেই গুগলের কাছে। সবজান্তা গুগল সব জানলেও এসব জায়গা সমন্ধে নাকি কিছুই জানে না! আজ দেখে নিন এমন কোন জায়গার হদিস জানে না গুগল?
চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তরটি গুগল ম্যাপে আপনি চাইলেও বের করতে পারবেন না। তাইওয়ানে অবস্থিত এই স্থানটিতে চীনের কয়েকটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ও রয়েছে।
আপনি হাজার চাইলেও পুরো ইসরায়েল গুগল ম্যাপে কখনও দেখতে পাবেন না! জুম করলে আপনার মনে হবে কিছু ভবন দেখা যাচ্ছে কিন্তু আসলে তা মোটেও নয়।
জার্মানিতে সামরিক জোট ন্যাটোর একটি বিমানঘাঁটি রয়েছে। গিয়েলেনকির্চেন নামে এই স্থানটি মাইক্রোসফটের বিংয়ে ব্লক করা নেই। যদিও গুগল ম্যাপে ওই জায়গাটি পিক্সেল হিসেবে দেখানো হয়।
স্পেনের লোস ডোলোরেসের হ্যালিপোয়েরতো ডি কার্টাগেনা নামে এই স্থানটিও চাইলেই আপনি গুগল ম্যাপে খুঁজে পাবেন না। এই স্থানটি সম্পর্কে তেমন কোনো তথ্যও জানা নেই কারও। গুগলের স্ট্রিট ভিউয়ে খুঁজলেও পাওয়া যাবে না এটির অবস্থান।
লোস ডোলোরেসের মতো স্পেনের আরেকটি স্থানও গুগল ম্যাপে সার্চ দিলেও পাওয়া যায় না। অনুমান করা হচ্ছে যে, এই জায়গা থেকে মার্কিন বিমানবাহিনীর ৮৭৫তম আধুনিক বিমানটি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এখান থেকেই ওই বিমানে বিভিন্ন সতর্কবার্তাও নাকি পাঠানো হয়। স্পেনের এই রোজেজ স্থানটি গুগল ম্যাপে পাওয়া যায় না।
নেদারল্যান্ডসের ভলক্যাল বিমানঘাঁটিটি খুঁজলেও গুগল ম্যাপে পাওয়া যায় না। মার্কিন বিভিন্ন গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া সেই সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের অভিযোগ, এই বিমানঘাঁটিতেই নাকি স্নায়ুযুদ্ধের সময়কার ২২টি পারমাণবিক বোমা লুকিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র!
এটি মূলত টেক্সাসের একটি অংশ, যার নাম হাডসপেথ কাউন্টি। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্ত এলাকা রয়েছে। এই সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার দূরে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ নামক এই এলাকাটি গুগল ম্যাপে বিকৃত করে রাখা রয়েছে। অর্থাৎ সার্চ করলেও দেখা যায় না।
This post was last modified on ফেব্রুয়ারি ১০, ২০১৯ 4:27 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…