Categories: international news

Chief Minister Arvind Kejriwal took to the streets to demand an end to police irregularities!

The Dhaka Times Desk ভারতের আম আদমির নেতা বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিন দিন একের পর এক ব্যতিক্রমী রাজনিতিক নজির স্থাপন করছেন। এবার তিনি অবস্থান নিয়েছিলেন রাস্তায় দাবি পুলিশের অনিয়ম বন্ধ এবং দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অপসারণ। অবশেষে দুই পুলিশকে ছুটিতে পাঠানোর পর তিনি কর্মসূচি থেকে সরে এসেছেন।


Kejriwal rests during dharna_Fotor_CollageKejriwal rests during dharna_Fotor_Collage

ভারতের রাজধানী দিল্লি, আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অথচ সেই মুখ্যমন্ত্রী কিনা রাস্তায় নেমেছিলেন জনগণের দাবি নিয়ে। রাজ্যে খুন হত্যা ধর্ষণ এবং নারী নিরাপত্তার দাবি নিয়ে মুখ্যমন্ত্রী অবস্থান নিয়েছেন ভারতের কেন্দ্রীয় সংসদ ভবনের ঠিক বাইরেই!

যদিও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই অবস্থানের বিষয়ে ভারতের বিশ্লেষকদের নানান মতামত রয়েছে, কেউ বলছেন মুখ্যমন্ত্রীর মত ব্যক্তি কখনই আইন অমান্য করতে পারেন না। একই সাথে মুখ্যমন্ত্রী কেন রাস্তায় বসবেন দাবি আদায়ের জন্য যেখানে তাঁর হাতেই ক্ষমতা! অন্য দিকে আরেক দল বলছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাস্তায় অবস্থান যুক্তি সঙ্ঘত কারণ ভারতের আর দশটা রাজ্যের মত দিল্লির শাসন ব্যবস্থা নয়। দিল্লিতে রয়েছে কেন্দ্রীয় সরকারের দফতর একই সাথে সংসদ সচিবালয় এবং দেশী বিদেশী কূটনীতিকদের দূতাবাস। ফলে দিল্লির নিরাপত্তা রক্ষার্থে এখানে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর অধীনে নয়। আর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রধান দাবি পুলিশ প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ফলে এই দাবি নিয়ে রাস্তায় নেমে আসা যুক্তিযুক্ত।

অপর দিকে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক পুলিশ পড়েছেন বিপদে। কারণ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো আর দশজন ভিআইপির মতন নন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। আর পুলিশ যদিও তাকে রাস্তায় অবস্থান নেয়ার কারণে গ্রেফতার করেনও তাকে নিয়ে রাখবেন কোথায়? যেই দিল্লি জেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে রাখবেন তা তো স্বয়ং মুখ্যমন্ত্রীর অধীনে! অতএব তাকে গ্রেফতার করার বিষয়ে ভয়ংকর দো-টানায় আছে দিল্লি পুলিশও।

Related Posts

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যে নিজের মন্ত্রীদের নিয়েই দুই রাত রাস্তায় কাটিয়েছেন এবং তিনি রাস্তায় বসেই দিল্লির রাজ্য সরকারের সকল কাজ করেছেন! এটাও একটা বিরল নজির।

এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন আমরা ঘরে থাকতে পারিনা, বাইরে এলেও জনগণের নিরাপত্তা নেই। আমাদের মায়েরা বোনরা রাস্তায় নির্যাতিত তাদের সম্ভ্রম হানি হছে তাদের হত্যা করা হচ্ছে আর পুলিশ প্রশাসন নীরব। যেসব এলাকায় এসব ঘটনা ঘটছে ঐ সব এলাকার পুলিশ কর্মকর্তাদের অপসারণ করা হোক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা ঘরে ফিরে যেতে আসিনি। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে আমরা অনশনে যাবো। দাবি মানতেই হবে। দিল্লির আইন শৃঙ্খলা অবস্থা অত্যন্ত নাজুক এখন। প্রশাসন নিজেরা পুলিশ নিরাপত্তায় নিরাপদে অফিস করেন আর জনগণ থাকে অনিরাপদ অথচ সরকার এবং প্রশাসনের কাজ জনগণের নিরাপত্তা দেয়া, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা নয়।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের বিষয়েও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের অধিনের মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। তিনি তো পুলিশ থেকে টাকা খান। আর পুলিশ মন্ত্রীদের টাকা দিয়ে ঠাণ্ডা রাখেন এবং মন্ত্রীদের টাকা যোগাড় করতে পুলিশ সাধারণ মানুষ থেকে ঘুষ নেয়।

দিল্লির আম জনতা অবশ্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষেই অবস্থান নিয়েছেন। তারা বলছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো কোন অন্যায় করছেন না তিনি অহিংস অন্দলন করছেন এবং জনগণের দাবি আদায়ে কাজ করছেন। আর রাস্তায় অবস্থান নেয়ার আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুলিশের সাথে বসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছেন, কেন্দ্রীয় সরকারের সাথে বসেছেন কেউ তো কোন ব্যবস্থা নেয় নি। মানুষ নির্যাতিত হচ্ছে, জলন্ত মানুষ পোড়ানো হচ্ছে আজ দিল্লির মত শহরের নিরাপত্তা নেই। সুতরাং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জনগণের কথাই বলছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের আশ্বাসের ভিত্তিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

দিল্লির ঘটনা যাই হোক এসব থেকে বাংলাদেশের নেতাদের অনেক কিছুই শেখার আছে। আমাদের দেশেও একজন অরবিন্দ কেজরিওয়াল দরকার। আমাদের নেতারা কি পারেনা জনগণের জন্য সকল সুখ আরাম ছেড়ে রাস্তায় নেমে আসতে? জনগণের দুঃখ দুর্দশা খুঁজতে এবং তা দূরীকরণে সঠিক ব্যবস্থা নিতে! এটা এখন সময়ের দাবি।

This post was last modified on ফেব্রুয়ারি ৬, ২০১৪ 12:26 pm

Zia

"Great as father's money, poor as my own money. Ultimate I consider myself poor. Because of father's money, Futani Marina."

Recent Posts

গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…

% days ago

আজ ঐতিহাসিক ২৬ শে মার্চ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

The Dhaka Times Desk Today is March 26, the Great Independence and National Day. 1971…

% days ago

সমুদ্রের জলরাশির উত্থান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…

% days ago

আজ সেই ভয়াল বিভীষিকাময় কালরাত্রি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…

% days ago

দীর্ঘ ২৫ বছর পর নতুন ডিজাইনে বাজারে এলো নকিয়া ৩২১০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…

% days ago

ধুলোধোঁয়ায় হাঁচি থামতে চায় না? অ্যালার্জিক রাইনিটিস নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…

% days ago