The Dhaka Times Desk পৃথিবীর অনেক দেশে শীতকালে প্রচুর বরফ জমে রাস্তায়। বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশ সমূহে তুষার পাতের জন্য জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। এই সমস্যা দূর করতে এবার তৈরি হল রোবট, যে কিনা রাস্তায় জমে যাওয়া বরফ অপসারণ করবে।
শীতকালে রাস্তায় জমা বরফের কারণে সাধারণত যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। অনেক সময় রাস্তায় এত বেশি বরফ জমে যায় যে সেখানে সাধারন যান চলাচল অস্বাভাবিক ভাবে বন্ধ হয়ে যায়, প্রায় সপ্তহা খানেকের জন্য। এতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়ে।
ইউরোপ আমেরিকার রাস্তায় জমা বরফ পরিষ্কারের জন্য যদিও সরকারি উদ্যোগে ব্যবস্থা নেয়া হয় তবে এতে অনেক ক্ষেত্রেই কুলিয়ে উঠা যায়না। এবার দক্ষিণ ক্যারোলিনার এক দল গবেষক তৈরি করলেন SuperDroid Robots নামে এক রোবট যা কিনা খুব সহজেই ৫ থেকে ৬ ইঞ্চি উচ্চতার তুষার রাস্তা থেকে সরিয়ে নিতে সক্ষম।
রোবট নিয়ে আরোও জানুনঃ Cubli is a new generation robot that can balance without any support!
SuperDroid Robots এর ওজন ৪০০lbs বা ১৮০ কেজি। ৬ চাকার এই রোবটে রয়েছে সামনের দিকে একটি ব্লেড, যা সে প্রয়োজন মত ঘুরিয়ে কাজে লাগাতে সক্ষম। এতে আরো রয়েছে ক্যামেরা এবং ওয়াইফাই নেটওয়ার্ক। এই রোবট তৈরি করা হয়েছে যেকোনো প্রতিষ্ঠান, অথবা ব্যক্তিগত ব্যবহারের জন্য।
আবিস্কারঃ Now the robot will say Bengali!
এটি এক টানা ২ ঘন্টা সাধারন গাড়ির ব্যাটারি দিয়েই চলতে সক্ষম, এটি নিয়ন্ত্রণ করা যাবে ট্যাবলেট কিংবা কম্পিউটার দিয়ে। এটির বিক্রয় মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে এটি নিউইয়র্ক ফায়ার সার্ভিস এর জন্য তৈরি করা হয়েছে।
Source: The Tech Journal
This post was last modified on জুলাই ১১, ২০২৪ 2:01 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…