The Dhaka Times Desk আমরা সবাই তো কম বেশি আগ্নেয়গিরির কথা জানি, তবে আগ্নেয়গিরি যদি হয় জীবন্ত এবং নিয়মিত যদি সেখান থেকে ফুটন্ত লাভা নির্গত হতে থাকে তাহলে তা মোটেই নিরাপদ কিছু নয়। ঠিক তেমন একটি ভয়াবহ পরিবেশে খুব কাছ থেকে দুই বন্ধু ফুটন্ত জীবন্ত আগ্নেয়গিরির ছবি তুলেছেন।
দুই বন্ধু Andrew And Luda দুই জনেই ফটোগ্রাফার, সিদ্ধান্ত নেন তারা রাশিয়ার Kamchatka Peninsula তে অবস্থিত জিবন্ত আগ্নেয়গিরি Tolbachik কে খুব কাছ থেকে দেখবেন এবং এর কিছু ছবি তুলে নিয়ে আসবেন। যেমন চিন্তা তেমন কাজ। দুই দুঃসাহসী বন্ধু চলে গেলেন Tolbachik এর খুব কাছে যেখানে সাধারণত তাপমাত্রা এতোই বেশি যে যদি যথাযথ নিরাপত্তা না নিয়ে যাওয়া হয় এতে আপনার মুখ ১,২৯২ from ২,১৯২ °F এ তাৎক্ষণিক ঝলসে যেতে পারে।
তবে Andrew And Luda ভয়ে পিছু হটার পাত্র নন, তারা এই জীবন্ত আগ্নেয়গিরিকে খুব কাছে থেকে দেখতে চলে যান এর চূড়ায় । সেখানে ভয়ংকর তাপ সহ্য করে তারা তুলে নিয়ে আসেন অসাধারণ কিছু ছবি, যা দেখলে আপনি নিজেই অনুভব করতে পারবেন ঠিক কতোটা কঠিন এবং উত্তপ্ত ছিলো সেখানকার পরিবেশ।
Andrew And Luda নিজেদের অভিজ্ঞতা বলতে যেয়ে বলেন, “এটা এতোই গরম এবং ভয়ংকর ছিলো যে আমাদের কাছে মনে হয়েছে আমরা জীবন্ত অবস্থায় কোনো গরম কড়াইতে আছি। এটা অনেকটাই গরম ছিলো যে একে নরকের মতোই মনে হয়েছে আমাদের কাছে।”
১৯৭৫ সালের দিকে এই আগ্নেয়গিরি তার ভয়াবহ রূপ নিয়ে লাভা নির্গমন শুরু করে। দুই ফটোগ্রাফারের তোলা ছবিতে আপনি দেখতে পাবেন এই জীবন্ত আগ্নেয়গিরি ভেতর থেকে ঠিক কিভাবে লাভ নির্গমন করছে। একই সাথে আপনি দেখতে পাবেন জীবন্ত আগ্নেয়গিরির ভেতরে লাভার সাগর দেখতে কেমন দেখায়।
ভিডিওতে দেখে নিনঃ
Source: Viralnova
This post was last modified on মার্চ ২৭, ২০১৪ 10:10 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলার অবসান ঘটতে চলেছে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না। কোন ভিটামিন কিংবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল্লু অর্জুন অভিনীত বলিউডের বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা’। কিছুদিন…